1. nannunews7@gmail.com : admin :
November 12, 2025, 11:14 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাথাপিছু ২ হাজার ডলার দেবেন ট্রাম্প তাইওয়ানে ধেয়ে যাচ্ছে টাইফুন ফুং-ওং সরিয়ে নেওয়া হল ৩ সহস্রাধিক মানুষকে ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে ‘সন্ত্রাসীদের মৃত্যুদ-’ বিল অনুমোদন বুথফেরত জরিপ বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ-বিজেপি জোট ঢাকায় একমঞ্চে জেমস ও আলী আজমতের সঙ্গে গাইবেন পুনম-মধুবন্তী নতুন করে ফিরছে আজম খানের ‘উচ্চারণ’ নতুন পরিচয়ে সৃজিত জামালপুরে রক ফেস্ট মাতাবে লালন ব্যান্ড, গাইবেন সাইফ শুভ কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক মেয়র আনোয়ারী আলীর পুত্র আনোয়ার পারভেজ তনু গ্রেফতার পৌর বাজারে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মো. মকবুল হোসেন (পিএএ)

  • প্রকাশিত সময় Sunday, September 26, 2021
  • 171 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী মো. মকবুল হোসেন (পিএএ) বলেছেন, স্বাধীন সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের নিরাপত্তায় গণমাধ্যম আইন করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এর বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। গতকাল সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট থেকে (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ্য সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট’র কুষ্টিয়া সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি মো. মকবুল হোসেন বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে সাংবাদিকদের কল্যাণে যা করা হয়েছে এবং আগামীতে আরও যেসব পরিকল্পনা রয়েছে বিগত জোট সরকারের সময়ে তার কোন কিছুই হয়নি। তিনি বলেন, কুষ্টিয়ায় অনেকগুলি পত্রিকা বাতিলের সুপারিশ চেয়ে পত্র এসেছে। এ নিয়ে দুঃচিন্তার কোন কারণ নেই। তিনি এ বিষয়ে জেলা ম্যাজিষ্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি দেখে-শুনে বুঝে রিপোর্ট দেবেন। আপনার রিপোর্টের ভিত্তিতে সিন্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশের জন্ম হতো না। ঠিক তেমনি ভাবে স্বাধীনতা পরবর্তিতে বঙ্গবন্ধু বাংলাদেশের হাল না ধরলে আজকে আমরা এমন একটি বাংলাদেশ পেতাম না। তাই সংবাদপত্র প্রকাশনা ও সংবাদ পরিবেশনে আমাদেরকে মনে রাখতে হবে, দেশ ও জাতির কল্যাণের বিপরিতে যেন না যায়। এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল আলম, স্থানীয় উপ-সচিব মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^) সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ্য সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করেন। এর আগে সচিব মো. মকবুল হোসেন (পিএএ) জেলা সিনিয়র তথ্য অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640