1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 4:17 pm

এক ইউনিয়নে ৬৫ সিসি ক্যামেরা

  • প্রকাশিত সময় Friday, September 24, 2021
  • 183 বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। গত মঙ্গলবার সকাল থেকেই ইউনিয়নের ৯ ওয়ার্ডের গুরুত্বপুর্ণ স্থানে শুরু হয়েছে ক্যামেরা সংযোজনের কাজ। ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৬৫টিরও বেশি সিসি ক্যামেরা সংযোজনের কাজ চলছে। ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে চাঁদগ্রাম ইউনিয়নে এসব ক্যামেরা লাগানোর কাজ চলছে। জানা গেছে, প্রথম ধাপে ৫০টি ক্যামেরা ৩০টি স্থানে বসানো হচ্ছে। দ্বিতীয় ধাপে বাকি ক্যামেরা সংযোজন করা হবে। এ কাজ সম্পন্ন করতে ব্যয় হবে আনুমানিক ১৩ লাখ টাকা। সব ব্যয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন নিজ অর্থায়নে করছেন। জেলার মধ্যে প্রথম চাঁদগ্রাম ইউনিয়ন সিসিটিভি ক্যামেরার আওতায় আসল। এমন উদ্যোগে চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনিয়নবাসী। এক সপ্তাহের মধ্যেই ক্যামেরা সংযোজনের কাজ শেষ হবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান এইসএম সলিউশনের পরিচালক হামিদুর রহমান। দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবু বলেন, ‘ইউনিয়নের মধ্যে অপরাধপ্রবণ এলাকা, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড় বাছাই করা হয়েছে। সেসব স্থানে আগে ৫০টি ক্যামেরা লাগানো হচ্ছে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট ১৫টি ক্যামেরা লাগিয়ে পুরো ইউনিয়নকে সিসি টিভির আওতায় নিয়ে আসা হবে।’ চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপন বলেন, ‘একদিকে ইউনিয়নকে ডিজিটালে রূপ দেওয়া, অপরদিকে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ও রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640