আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্র তাঁতীদের মাঝে বিনামুল্যে তাঁত সুতা ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে উর্মি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। গতকাল উর্মি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উর্মি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ তাঁত সুতা ও উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান উর্মি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিদ্দিক আলী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষিপুর-পাহাড়পুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামনুল ইসলাম ঝন্টু, আমলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক জাহিদ হাসান, ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ, উর্মি সংস্থার কর্মী বিলকিস আক্তার, শিরিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা হতদরিদ্র তাঁতীদের মাঝে বিনামুল্যে তাঁত সুতা, চরকাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply