কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় মা ও ৯ মাসের ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে শহরের থানাপাড়া পুরোনো বাঁধ এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ঘরের ভেতর মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল, পাশে বিছানায় পড়ে ছিল শিশুর লাশ। মৃত আকলিমা খাতুন (৩০) থানাপাড়া পুরোনো বাঁধ এলাকার রতনের স্ত্রী এবং তাঁদের ছেলে জিম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গড়াই নদী সংলগ্ন থানাপাড়ার পুরোনো বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ চলায় গতকাল মঙ্গলবার রাতে বাবার বাড়িতে শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আকলিমা। আকলিমার স্বামী তাঁর নিজের বাড়িতে ছিলেন। গতকাল ভোরে লোকজন দেখেন, আকলিমার লাশ ঝুলছে। পাশে বিছানায় শিশু জিমের নিথর দেহ পড়ে আছে। স্থানীয় লোকজন পুলিশকে জানালে তারা মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আকলিমার পরিবারের লোকজনের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তাঁর চিকিৎসা চলছিল। তাঁর প্রথম পক্ষের সংসারে দুটি ছেলে সন্তান আছে। পুলিশের ধারণা, আকলিমা তাঁর ছেলেকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, থানাপাড়া বাঁধের একটি বাড়ি থেকে মা ও শিশু সন্তান লাশ উদ্ধার করেছে পুলিশ। আকলিমা মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত চলছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply