কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দরে কেজি চাল নিয়ে চলছে চালবাজি। প্রতিকার্ডে চাল দেওয়ার সময় কার্ডধারীর কাছ থেকে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর বাজার ডিলার পয়েন্টে ডিলার সাজিবুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ২৬ জন ভুক্তভোগী। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন তাঁরা। তবে চালের ডিলার দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এর মূলে রয়েছে পূর্বের ডিলার রুস্তম শেখ। অনেক অভিযোগকারীর কার্ডই নেই। ২৬ জন স্বাক্ষরিত অভিযোগপত্র সুত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সোমবার মধুপুর বাজার ডিলার পয়েন্টে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি সরকারি খাদ্য বান্ধব চাল আনতে যায় ভুক্তভোগীরা।
কিন্তু এইদিন ডিলার সজিবুল ইসলাম চালের নির্ধারিত দাম ৩০০ টাকার সাথে আরো ২০০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত দাবি করেন। অতিরিক্ত টাকা না দিতে চাইলে ডিলার তাঁদের সাথে খারাপ আচরণ করেন। পরে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়েই তাঁরা নিয়ে বাড়ি যান। অনুসন্ধানে অভিযোগপত্রে স্বাক্ষরিত ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, স্বাক্ষরকারী অনেকেরই নেই ১০ টাকা কেজি চালের কার্ড। তাঁরা চাল নেননি, কাউকে টাকা দেননি। অভিযোগ পত্রে কি লেখা তাও জানেনা কেউ। বহিস্কৃত ডিলার রুস্তম আলীর কথায় স্বাক্ষর করেছেন তাঁরা।
এবিষয়ে অভিযোগকারী ইউসুফ আলী বলেন, ‘ প্রায় দুইমাস হলো আমার কার্ড নেই। আমি সোমবারে চাল আনতে যায়নি। ডিলারকে কোন টাকা দিইনি। ‘ তিনি আরো বলেন, ‘ আগের ডিলার রুস্তম আলী বললেন স্বাক্ষর করলে কার্ড পাওয়া যাবে, তাই সই করেছি। ‘
আরেক অভিযোগকারী উদয় নাতুরিয়া গ্রামের সাইদুল ইসলাম বলেন, ‘ আমার আগে কার্ড ছিল, এখন নাই। আমি ২০ তারিখে চাল আনতে যায়নি। কাউকে টাকা দিইনি। রুস্তম কথা অনুসারে স্বাক্ষর করেছি। ‘তবে অভিযোগকারী ভুক্তভোগী দুলাল বলেন,’ চাল আনতে গিয়েছিলাম, ডিলার ৫০০ টাকা চেয়েছিল। আমি ৫০০ টাকা দিয়ে ৩০ কেজি চাল নিয়ে এসেছি। ‘আরেক ভুক্তভোগী আব্দুস সাত্তার বলেন, ‘ প্রতিবার ৩০০ টাকায় ৩০ কেজি চাল কিনি। কিন্তু এবার ৪৫০ টাকা লাগেছে। ‘এ বিষয়ে অভিযুক্ত ডিলার সজিবুল ইসলাম বলেন, ‘কারো কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। শত্রুতা করে পূর্বের বাতিলকৃত ডিলার রুস্তম আলী তাঁর সমর্থিতদের দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে।’ তিনি আরো বলেন, ‘ বই ফটোকপি করার জন্য পরিচিত কয়েক জনের কাছ থেকে বিশ টাকা করে নেওয়া হয়েছে।’ এ বিষয়ে পূর্বের ডিলার রুস্তম আলী বলেন, ‘ প্রায় ১০০ জনের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। ভুক্তভোগীরা স্বেচছায় অভিযোগ করেছে, আমি কাউকে প্রভাবিত করিনি। ‘
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘ লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
Leave a Reply