পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে মেয়েদেরকে শিক্ষা গ্রহণে বাধা দেওয়াটা হবে অনৈসলামিক। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
নতুন তালেবান সরকার পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চাইলে যেসব শর্ত মানতে হবে সেগুলো সাক্ষাৎকারে তুলে ধরেছেন ইমরান খান।
তিনি তালেবান নেতাদেরকে সবার অংশগ্রহণ ভিত্তিক সরকার গড়া এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
আফগানিস্তানকে পাকিস্তানের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন সন্ত্রাসীদের আঁতুড়ঘর হিসেবে ব্যবহার হতে দেওয়া উচিত হবে না বলেও ইমরান তালেবান শাসকদের সতর্ক করে দেন।
গত সপ্তাহে আফগানিস্তানের তালেবান শিক্ষা মন্ত্রণালয় কেবল ছেলেদের জন্য মাধ্যমিক স্কুল চালুর ঘোষণা দিয়েছে এবং পুরুষ শিক্ষকদের কাজে যেতে বলেছে।
কিন্তু মাধ্যমিক স্কুলগুলোর মেয়ে শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরতে পারবে তা বলেনি তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মেয়েরাও খুব শিগগিরই স্কুলে ফিরতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।
বিবিসি’র জন সিম্পসনকে ইমরান বলেন, “ক্ষমতায় আসার পর তালেবান যেসব কথা বলেছে তা উৎসাহব্যঞ্জক। আমি মনে করি তারা মেয়েদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেবে।”
“নারীদের শিক্ষিত হতে না দেওয়ার ধারণাটি ইসলামিক নয়। ধর্মের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই,” বলেন তিনি।
তালেবান যোদ্ধারা গত ১৫ অগাস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেই ১৯৯০ এর দশকের কট্টর তালেবান শাসন ফিরে আসার আশঙ্কা দেখা দেয়। ১৯৯৬-২০০১ সালের তালেবান শাসনামলে নারী ও মেয়েদের স্কুলে পড়া নিষিদ্ধ ছিল।
তালেবান নেতরা অবশ্য এবার ক্ষমতায় আসার পরই বলেছিলেন, গতবারের মতো শাসনামলে তারা ফিরে যাবেন না; নারীদের অধিকারকেও সম্মান দেখানো হবে। ‘ইসলামিক আইন কাঠামোর’ মধ্যে থেকেই নারীদেরকে এই সম্মান দেখানোর কথা বলেন তারা।
কিন্তু তালেবান আগেরবারের তুলনায় এবার উদার কথাবার্তা বললেও কাজেকর্মে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বিশেষ করে গত সপ্তাহে আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়ার ঘোষণা না আসায় আন্তর্জাতিক অঙ্গনে শোরগোল পড়ে গেছে।
পরে তালেবানের এক মুখপাত্র বলেছেন, “যত শিগগির সম্ভব মেয়েরা স্কুলে ফিরবে।” কিন্তু তারা কখন স্কুলে ফিরতে পারবে বা ফিরলেও তাদেরকে কী ধরনের শিক্ষা দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।
পাকিস্তানের স্বীকৃতি পেতে তালেবান সত্যিই বেঁধে দেওয়া সব শর্ত পূরণ করতে পারবে কি-না জানতে চাওয়া হলে ইমরান খান এই গোষ্ঠীটিকে (তালেবান) আরও সময় দেওয়ার জন্য বারংবার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান।
তার কথায়, “কোনও কিছু বলার সময় এখনও আসেনি।” আফগান নারীরা শেষ পর্যন্ত অধিকার ফিরে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান ইমরান খান। তিনি বলেন, “সব প্রতিবেশীরা একসঙ্গে বসবে এবং দেখবে তালেবান কীভাবে অগ্রসর হচ্ছে। তারপর তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে কি-না সে ব্যাপারে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তালেবানকে সবার অংশগ্রহণমূলক সরকার গঠনের আহ্বান জানিয়ে ইমরান সতর্ক করে দিয়ে বলেছেন, “এটি করতে ব্যর্থ হলে আফগানিস্তান গৃহযুদ্ধে নিমজ্জিত হতে পারে।”
Leave a Reply