কুমারখালী প্রতিনিধি ॥ দৈনিক ভোরের কাগজের কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রতিনিধি হাবীব চৌহানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে সাংবাদিক হাবীব চৌহানের বাড়ির বাহিরে পত্রিকা সহ প্রয়োজনীয় ব্যক্তিগত মালামাল সংরক্ষণ ও বিশ্রামাগার হিসাবে ব্যবহৃত ঘরের দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে ঘরের ভিতরে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি করা হয়েছে। চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারের প্রচেষ্টা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের ধারণা, গভীর রাত পর্যন্ত রাস্তাঘাটে আড্ডা দেওয়া স্থানীয় বকাটে, নেশাখোর ও উচ্ছৃঙ্খল যুবকেরা জড়িত থাকতে পারে কিংবা এদের যোগসাজসে দুর-দুরান্তের চোরেরা এই ধরণের চুরি করে থাকতে পারে। ইতিপূর্বে এই এলাকার একাধিক বাড়ি থেকে গরু-ছাগল ও মুঠোফোনসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল চুরি হয়েছে। উল্লেখ্য, গত রবিবার রাতে দুর্গাপুর পশ্চিমপাড়া এলাকার রানার বসতবাড়ি থেকে একটি অটোরিক্সা ও সোমবার রাতে নাসির উদ্দিন নামের একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ির রান্না ঘর থেকে প্রয়োজনীয় মালামাল চুরির ঘটনা ঘটেছে।
Leave a Reply