কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ি ঢুকে কৃষকলীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনজাগির পাড়ায় তাকে হত্যা করা হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
নিহত সরওয়ার আলম (৩৫) ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ভোরের দিকে বনজাগির পাড়ায় গুলির শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে বাড়ির উঠানে সরওয়ার আলমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় খুনি পালিয়ে যায়। স্থানীয়রা সরওয়ার আলমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“কে বা কারা কী কারণে এ হত্যাকা- ঘটিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। তাদের খ্ুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply