1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 12:46 pm

সমালোচনায় ভ্রুক্ষেপ নেই পরীমনির উড়ছেন নতুন আনন্দে

  • প্রকাশিত সময় Sunday, September 19, 2021
  • 119 বার পড়া হয়েছে

অভিজাত চেয়ারে বিশেষ ভঙ্গিতে বসে আছেন পরীমনি। হাতে জ্বলন্ত সিগারেট। পাশাপাশি ছবিতে ফুটিয়ে তুলেছেন ‘উষ্ণতা’। বৃহস্পতিবার এ রকমই দুটি ছবি নিজের ফেসবুকে পেজে পোস্ট করে নতুন করে আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। তবে সেলিব্রেটি হিসেবে তার এ ধরনের ‘আচরণ’ ভালোভাবে নেয়নি অনেকেই। বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজনীতিবিদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ।
ফেসবুকে পরীমনির সমালোচনা করে সোহেল তাজ লিখেছেন, ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এ রকম অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। পরীমনির ওই ছবি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করে কথাগুলো লিখেছেন সোহেল তাজ।
এদিকে এসবে ভ্রুক্ষেপ নেই পরীর। তিনি এখন নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার আনন্দে উড়ছেন।
নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করছেন পরীমনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে। রাবেয়া চরিত্রটি প্রথমে করার কথা ছিল নুসরাত ফারিয়ার।
তবে শুক্রবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। তিনি জানান, জেল থেকে বের হওয়ার দুই দিন পরেই পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়। তিনি বলেন, ‘এরই মধ্যে গল্প ও চরিত্রটি নিয়ে দুই দিন বসেছি আমরা। পুরো গল্পটি আমি পড়েছি। শুক্রবার রাতে কাজটির জন্য চুক্তিবদ্ধ হলাম।’
পরীমনি জানান, এত বড় একটি ঘটনার পরে প্রথম কাজ গিয়াস উদ্দিন সেলিমের মতো পরিচালকের সঙ্গে হচ্ছে, এটি তার জন্য বড় প্রাপ্তি।
পরীমনির সঙ্গে ছবির চুক্তির নিশ্চয়তা দিয়েছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিমও। তিনি বলেন, ‘প্রথমে চরিত্রটি নুসরাত ফারিয়ার করার কথা ছিল। কিন্তু তার সিডিউল জটিলতার জন্য সম্ভব হয়নি। নতুন অপশন হিসেবে পরীমনিকে নিলাম। চরিত্রটিতে তাকে ভালো মানাবে। “স্বপ্নজাল” সিনেমা ও “প্রীতি” ওয়েব সিরিজে পরীমনির সঙ্গে আমি কাজ করেছি। তাই এই ছবিতে তার সঙ্গে কাজ করা আরও সহজ হবে বলে মনে করি।’
গিয়াস উদ্দিন সেলিম জানান, ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হবে। সেখানে ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। এরপর ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে।
৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুনিন’ ছবির কাহিনি। সেখানে জিন-ভূত তাড়ানো হয়। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে উড়ছে লাল কাপড়ের নিশান। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640