কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেছেন, অধ্যাপক এম ইউ ভূঁইয়া এদেশের বিভিন্ন জেলার একাধিক কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকতার দায়িত্ব পালনের মধ্য দিয়ে শিক্ষার আলো ছড়িয়েছেন। মানুষ গড়ার কারিগর এই মানুষটি তার ছাত্র-ছাত্রীদের কাছে ছিলেন ব্যক্তিত্বের তেজে ঝলমলে তারুণ্যের প্রতীক। মেয়র অধ্যাপক অম্বিকা দাস চক্রবর্তী সম্পর্কে বলেন, তিনি সাহিত্যভারতীয় উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার সাহিত্য কর্মের মধ্যে রয়েছে ‘সোনার তরীর শব্দার্থ পুস্তক’ ‘রবীন্দ্রনাথের কল্পনা কাব্য’ ও ছন্দ মঞ্জুরী। ভারতের পশ্চিম বাংলা সরকার তার নামে সুভাষ গ্রামের কুদালিয়ায় অম্বিকা দাস এফ পি বিদ্যালয় নামকরণ করেছেন । মেয়র বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থিদের উদ্দেশ্যে আরও বলেন লেখাপড়া শিখে দেশ জাতীর নাম বিশ^ দরবারে তুলে ধরতে হবে। গতকাল দুপুরে কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে ২০১৯-২০ সালের এম. ইউ ভূঁইয়া এন্ড অম্বিকা দাস চক্রবর্তী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান-অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ার আলী এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম. ইউ ভূঁইয়া এন্ড অম্বিকা দাস চক্রবর্তী শিক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান সৈয়দা হাবিবা। অনুষ্ঠান শেষে ১৭ জন শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান করা হয়।
Leave a Reply