আমলা প্রতিনিধি ॥ আসন্ন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলামকে সমর্থন দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগন। বুধবার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে আমলা অঞ্চলের মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা এ সমর্থন করেন। অনুষ্ঠানে আমলা সদরপুর ও মালিহাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ যৌথ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশকর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, আমলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফুরকান, সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সদরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাহাত আলী, ডেপুটি কমান্ডার আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম, আমলা অঞ্চলের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাইফুজ্জামান হিরা প্রমুখ। অনুষ্ঠান শেষে অত্র অঞ্চলের সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ একত্রিত হয়ে শহীদ মধু মন্ডলের ছেলে আমিরুল ইসলাম মাস্টারকে সমর্থন প্রদান করেন। আমিরুল ইসলাম বাংলাদেশ শ্রমিক লীগের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি। তিনি জাতীয় সাঁতার কোচ এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক। সেই সাথে তিনি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
Leave a Reply