কাগজ প্রতিবেদক ॥ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের সাথে সংশ্লিষ্টরা। গত ১৫ সেপ্টেম্বরে সকালে ১৫ জন ও রাতে ১৭ জন আক্রান্ত শিশু ভর্তি হয় এবং গতকাল সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আরও ১২ জন রোগী ভর্তি হয়ে এখন ২২ শয্যার বিপরিতে ১২৭ জন রোগী ভর্তি রয়েছে।
গতকাল সরজমিনে কুষ্টিয়া হাসপাতালের শিশু ওয়ার্ডে গেলে দেখা যায়, নতুন ভবনের নিচে অবস্থিত ওয়ার্ডটির ভেতরে পা রাখার যায়গা নেই। সারি সারি রোগীর শিশু আর্তনাদ। এ বিষয়ে শিশু বিভাগের ওয়ার্ড ইনচার্জ সফুরা খাতুন জানান, অক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা ৫/৬ জন স্বাস্থ্য কর্মী হিমসিম খাচ্ছি চাপ সামলাতে। ভর্তি কৃত সদর উপজেলার বৃত্তিপাড়া খড় দোবাখইল এলাকার আক্রান্ত শিশু রিয়ানের মা রুপা বেগম ও একই উপজেলার ইরফানের মা জবেদা এবং শিশু জুনায়েদের মা জ্বলি বলেন তিন দিন যাবৎ ভর্তি করিয়েছি চিকিৎসা ব্যাবস্থা ভালো,সরকার কতৃক প্রদেয় ঔষধ ও ঠিকমত পাচ্ছি তবে ডাক্তার রাউন্ডে এসে সব রোগীর চেকআপ করছে না। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ কল্লোল জানান, সিরিয়াল নিয়ম মেনেই রোগী দেখা হচ্ছে। অনেক রোগীরই অভিভাবক সিরিয়ালের পূর্বেই রোগীর চিকিৎসা করাতে চায়। তবে নিয়মতান্ত্রিক ভাবেই চিকিৎসা করছি রোগীর অভিভাবকদের অভিযোগ ভুল বোঝাবুঝির প্রয়াস মাত্র। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডের সরকারী বেড সংখ্যা ২০টি তবে রোগী ভর্তি আছে ১২৭ জন প্রশ্নের জবাবে তত্তাবধায়ক আব্দুল মোমেন প্রতিবেদককে জানান ১৫০ শয্যার হাসপাতালের শয্যা সংখ্যা ১০০ বাড়িয়ে ২৫০ শয্যায় করা হয়েছে। তিনি অবকাঠামোগত কিছু অব্যবস্থাপনা রয়েছে। তবে হাসপাতালে রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন। এ ছাড়াও নিউমোনিয়া, বার্থএক্সফেকশিয়া,জন্ডিস,ঠান্ডা কাঁশিতে জ্বরে শিশুরা আক্রান্ত হয়ে চাপ বাড়ছে। তিনি আরও জানান, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেড সংখ্যা বৃদ্ধির চেষ্টা চলছে।
Leave a Reply