বিশেষ প্রতিবেদক ॥ মকলেসুর রহমান ওরফে ওয়াসিম কবিরাজ, কবিরাজ তাদের বংশ সুত্রে নামের টাইটেল। ৪০ বছর বয়সী এই যুবক করেন যুবলীগ। এলাকাজুড়ে মানুষের কাছে দিনেদিনে বাড়ির মানুষ হয়ে ওঠার গল্প জানা যাবে ওয়াসিম কবিরাজের দৈনন্দিন জানলে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা পাড়ের ফিলিপনগর ইউনিয়নে প্রয়াত মহির উদ্দিন কবিরাজ আর টুনুয়ারা খাতুনের ৫ ছেলে ৩ মেয়ের বড়পরিবারে ওয়াসিম কবিরাজ দ্বিতীয় জন,যার ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির ধারাপাত। নম্বই দশকে ইউনিয়ন ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি পদ দিয়ে যাত্রা শুরু নেতৃত্বের। বিএনপি জামায়াত সরকার আমলে ওয়াসিম কবিরাজের পরিবারের ওপর চলে রাজনৈতিক তান্ডব। সন্ত্রাসী হামলায় সেসময় ফিলিপনগর এলাকা ছাড়া ছিলেন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা, পাঁচ বছরের বেশি সময় গ্রাম ছাড়া ছিলেন তাঁরা। ২০০৬ সালে ঘরে ফেরে এই পরিবার। ওই অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে ওয়াসিম কবিরাজের পরিবার আওয়ামী লীগের জন্য পরীক্ষিত। ২০১১ সালে বর্তমান সংসদ সদস্য (কুষ্টিয়া-১),উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার জাহান বাদশাহ্ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বর্তমান সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন,সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন থাকা কালে ততকালীন থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা হলে পরবর্তী কমিটির অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন তিনি। ২০১৩-১৪ বছরে অনেকটা সাংগঠনিক দক্ষতার জোরেই সাবেক ছাত্রলীগ নেতা মোমিনুর রহমান মোহন সভাপতি ও ওয়াসিম কবিরাজ সাধারণ সম্পাদক হিসাবে সংগঠন পরিচালনা করেন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের, যদিও ওই কমিটি চূড়ান্ত অনুমোদন দেয়নি সংগঠন। পরবর্তী বছরগুলো উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে কাটে ওয়াসিম কবিরাজের। ছাত্র রাজনীতি থেকেই ত্যাগী হিসাবে পরিচিতি পাওয়া ওয়াসিম কবিরাজের সাংগঠনিক রাজনীতি পাকাপোক্ত হয় ২০১৭ সালের ৩০ জানুয়ারি উপজেলা যুবলীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে। তারপর আর পিছনে ফেরার সুযোগ হয়নি। দৌলতপুর উপজেলায় বঙ্গবন্ধু আদর্শের রাজনীতিতে সক্রিয় এক ত্যাগী কর্মী হয়ে ওঠেন ওয়াসিম কবিরাজ। নিজ ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামপুর ক্লাবের অন্যতম সদস্য এই যুবলীগ নেতা স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা পরিষদ এবং ভয়েস অব ফিলিপনগরের নির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন, আছেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটিতে। রাজনীতির মাঠে ত্যাগী স্বীকৃত ওয়াসিম কবিরাজ তার ত্যাগী বৈশিষ্ট্য ধরে রেখেছেন সমাজসেবা,ক্রিড়া-সাংস্কৃতিক সংগঠক হিসাবেও। মসজিদ নির্মান, ঈদগাহ, গোরস্থান, ব্লাডব্যাংক সবকিছুতেই শ্রম দিচ্ছেন সমান তালে। এ কথাও সত্য যে, অনেকেই রসিকতা করে বলেন, সমাজ আর রাজনীতির পাশাপাশি জনসেবায় সময় দিতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনে খেয়ালি হওয়ার সুযোগ হয়নি স্নাতকোত্তর ওয়াসিম কবিরাজে। গণমানুষের পাশাপাশি থাকতে গিয়ে ওয়াসিম কবিরাজ হয়ে উঠেছেন ইউনিয়নের আপামর জনসাধারণের বন্ধু। অসুস্থতা, নিখোঁজ সংবাদ, দরিদ্র ব্যাক্তির দাফন, সামাজিক আচার অনুষ্ঠান, সবকিছুতেই সম্মুখ সারীর পরিচিত মুখ ওয়াসিম কবিরাজের জনপ্রতিনিধিত্বের স্বপ্নটাও বেশ পুরনো। ফিলিপনগর ইউনিয়নের শিক্ষিত জনপদকে সম্পদে পরিনত করা চেষ্টা করতে চান তিনি, চাইছেন এ অঞ্চলের বিচিত্র ভূ-প্রকৃতির কৃষিকে সমৃদ্ধ করে তুলতে, সমৃদ্ধি আনতে চান ঐতিহ্যের সংস্কৃতি আর শিক্ষায়ও। পাশাপাশি এই যুবক আশা করেন, দলীয় মনোনয়ন পেলে উৎসবমুখর পরিবেশে মানুষের ঢল নামবে তাকে ভোট দিতে। সাক্ষাৎকারে ওয়াসিম কবিরাজ আরও জানান, দলীয় মনোনয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন, জনসংযোগ তার বরাবরের দৈনন্দিন কাজ তা-ই নতুন করে করার প্রয়োজন পড়ছে না। মনোনয়ন পেলে ভোটের গণসংযোগে মাঠে নামবেন তিনি। এলাকাবাসীও অনেকেই চাইছেন ওয়াসিম কবিরাজের মতো শিক্ষিত যুবকেরা আসুক জনপ্রতিনিধিত্বে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইতোমধ্যেই আত্মপ্রকাশ করেছেন তিনি।
Leave a Reply