কাগজ প্রতিবেদক ॥ স্বাস্থ অধিদপ্তর ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে কুষ্টিয়ায় ১৫-৩৫ বছর বয়সী কিশোর ও তরুনদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে কমসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে খুলনা বিভাগীয় এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের দেড় শতাধীক কিশোর-তরুন সেবা গ্রহন করে। মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহনকারীদের খাওয়া এবং সম্মানি দেওয়া হয়। কর্মসুচির শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কো-অডিনেটর আহসান নবাব, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন, সহ-সভাপতি হাফিজুর রহমান কাল্টু, গার্লস গাইড এসোসিয়েশনের জেলা প্রধান জেবুন নিসা সবুজ, এক্সিকিউটিভ অফিসার এন্ড হেল্থ এডুকেটর সেন্টার ফর গ্লোবার হেল্থ রিসার্স ফারসানা রহমান খান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন, ডাঃ মোহনা আফরোজ, ডাঃ হুমাউন কবির। অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ দুটিতেই আক্রান্ত তাদের হৃদরোগ, স্ট্রোাক হওয়ার ঝুঁকি বেশি থাকে। ডায়াবেটিস এখন মহামারী আকারে বিরাজ করছে। উচ্চ রক্তচাপ পৃথিবী ব্যাপী একটি নীরব ঘাতক এবং দুটোই বর্তমানের চেয়ে রোগীর জন্য ভবিষ্যতে বেশি ঝুঁকি তৈরি করে। বক্তারা আরো বলেন, কিডনি রোগ থেকে পরিত্রাণের জন্য ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, পরিমিত পানি পান করা, সবল ও কর্মক্ষম থাকা, নিয়মিত কায়িক পরিশ্রম করা, ধূমপান ও মদ্যপান হতে বিরত থাকা, ব্যাথা নাশক ওষুধ পরিহার করা উচিদ।
Leave a Reply