দৌলতপুর প্রতিনধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়ার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর আবেদের ঘাট এলাকায় বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ২০০ জনের মাঝে ত্রাণ সামগ্রী চাল, ডাল ও তেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply