ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, কবি, সংস্কৃতিমনা, প্রগতিশীল এক মেধাবীমুখ খন্দকার আব্দুল্লাহিল মাবুদ জুয়েল এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দংখ প্রকাশ করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া অপর এক শোকবার্তায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আব্দুল্লাহিল মাবুদ জুয়েল এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দংখ প্রকাশ করেছেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহাবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগরিফাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আব্দুল্লাহিল মাবুদ জুয়েল চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার বিকাল ৪.৩০ টায় কুষ্টিয়া সদর হাসপাতাল হতে ঢাকায় নেওয়ার পথে ইন্তেকাল করেন। সোমবার রাত ১০টায় প্রথমে নামাজে জানাযা সোনাপট্টি আমলাপাড়া জামে মসজিদে ও দ্বিতীয় জানাযা কুষ্টিয়া পৌর গোরস্থান প্রাঙ্গনে রাত ১০.৩০ টায় অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মরহুমকে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। তিন ভাই-বোনের মধ্যে খন্দকার আব্দুল্লাহিল মাবুদ জুয়েল সর্ব কনিষ্ঠ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply