আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় রোববার সকাল ১০ টা থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। সকাল থেকে শিক্ষা প্রতিষ্টান গুলোতে সাজ সাজ রব চোখে পড়ার মত ছিল।করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আবারও সচল হল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। গতকাল ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। প্রথম দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হয়েছে। পর্যায়ক্রমে এই ক্লাসের সংখ্যা বাড়বে। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থী-শিক্ষকসহ সবাইকে মাস্ক পরিধান করতে দেখা গেছে। এদিকে দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় নানা ধরনের প্রস্তুতি নিতে দেখে গেছে উপজেলার স্কুল-কলেজগুলোতে। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের বরণ করতে নানা আয়োজন করেছেন।এ ছাড়াও মাদ্রাসা,ব্রাইট মডেল স্কুল,আলইকরা ক্যাডেট স্কুল,কলেজিয়েট স্কুল,মহিলা কলেজসহ সব প্রতিষ্টানেই উৎসবের আমেজ লক্ষ করা গেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে রীতিমতো উৎসবের আয়োজন করে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।নিজ প্রতিষ্ঠানের ছাত্রীদের বরণ করে এ দিন পাঠদান শুরু করবেন আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্কুলের শিক্ষকরা।প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মনিরুজ্জমান জানান, ক্লাসের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বরণ করে নেন তারা। আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান স্কুলে সব ধরসের প্রস্তুতি সম্পন্ন করেছেন,এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়,এরশাদপুর একাডেমী চারটি স্কুলের প্রবেশপথের সব ফটক বেলুন ও কাগজ দিয়ে সাজানো হয়েছে। তিন ফুট দূরত্ব রেখে শিক্ষকরা গেটের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে, ছাত্রীরা যখন স্কুলে প্রবেশ করে, শিক্ষকরা করতালি ও ড্রাম বাজিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়ে তাদের ভেতরে প্রবেশ করান।এ সময় আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি,সহকারি শিক্ষা অফিসার ইমরুল কায়েস। আলমডাঙ্গা সরকারি কলেজের গেটের সামনে বেলুন দিয়ে সাজিয়ে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন। আলমডাঙ্গা সরককরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ক্লাসরুম সাজানো হয়েছে বেলুন ও রঙিন কাগজ দিয়ে। নিজেদের চেনা ক্যাম্পাসে শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয়েছে । এর পাশাপাশি রাখা হয়েছে আইসোলেশন রুম সুবিধাসহ স্বাস্থ্য সংক্রান্ত নানান পদক্ষেপ। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে শিক্ষা সরঞ্জাম কেনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক পোশাক (স্কুল ড্রেস) বানাতে কদিন ব্যস্ত সময় যাচ্ছে শিক্ষার্থী-অভিভাবকদের। বিশেষ করে খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর ড্রেস বানিয়ে থাকে, এমন দর্জি দোকান বা টেইলার্সে। তবে দীর্ঘ সময় পরে শিক্ষার্থীরা ক্লাসে যেতে নির্দিষ্ট পোশাক নিয়ে স্কুলগুলোতে তেমন কড়াকড়ি করতে দেখা যায় নি।অন্যদিকে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষনীয়।প্রধান শিক্ষক হারেজ উদ্দিন জনান ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের আপাতত ক্লাস নেওয়া হবে।অন্য ক্লাসের ছাত্র,ছাত্রীদের স্কুলে আসাযাওয়া অব্যাহত থাকবে।উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সহকারি শিক্ষা অফিসার বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করেছেন। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিয়েছিল। বছরের শুরুতে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা আয়োজন করার কথা থাকলেও এখনও তা সম্ভব হয়নি। এছাড়া অন্যান্য পাবলিক পরীক্ষা আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।তবে স্কুল,কলেজ খোলায় শিক্ষার্থীদের মাঝে আবারও প্রান চঞ্চলতা ফিরে এসেছে।
Leave a Reply