বিষেশ প্রতিবেদক ॥ দেড় বছর পর খুলেছে স্কুল। কুষ্টিয়ার দৌলতপুরে এমনতিও পাঁচ-সাত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মন খারাপের কারন হয়ে দাঁড়িয়েছে বন্য পরিস্থিতি। উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও প্রাথমিক সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যপক উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতে দেখা গেছে। অভিভাকেরাও ছিলেন আপ্লুত। রোববার ১২ সেপ্টেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও অনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সকাল থেকে শুরু করে যথাসময়ে কার্যক্রম শুরু হয়। খোদ গ্রামাঞ্চলেও দেখা গেছে অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি রক্ষা করে পাঠদান পরিচালনার আপ্রাণ চেষ্টা করছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে, শ্রেণীকক্ষের আয়তন, বেঞ্চ, টয়লেট, পানি পান ব্যবস্থা ও অন্যান্য কিছু উল্লেখযোগ্য সংকট মিলে স্বাস্থবিধি ও সামাজিক দুরত্ব রক্ষা করা পুরোপুরি সম্ভব নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম বলেন, ৭০ থেকে ৮০ ভাগ শিক্ষার্থী স্কুলে এলেই নিয়ম মানা সম্ভব হবে না। আমাদের পর্যাপ্ত আনুষাঙ্গিক সুবিধা নেই, কক্ষ ও বেঞ্চের সংকট। শিক্ষার্থীদের শরীরে তাপমাত্রা মেপে নিরাপদ দুরত্বে বসিয়ে শ্রেণী কার্যক্রম চালাচ্ছি আমরা। সার্বক্ষণিক মাস্কের বিষয়ে সতর্ক আছি। স্যানিটাইজার ও সাবান পর্যাপ্ত রাখার চেষ্টা করছি। এদিকে বেলা ১২টা ছুঁইছুঁই সময়েও জাতীয় পতাকা উত্তলন করা হয়নি উপজেলা পরিষদ সংলগ্ন মানিকদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীদেরও বসানো হয়েছে নির্ধারিত দুরত্ব না মেনে। সাংবাদিকদের প্রবেশ দেখে তড়িঘড়ি করে শিক্ষার্থী সাজানোর চেষ্টা করলেও জাতীয় পতাকায় খেয়াল হয়নি তাদের। এসব প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা আসমা খাতুন বলেন, আমি অসুস্থ ছিলাম, নির্দেশনা দিয়েছিলাম প্রস্তুতির জন্য, স্কুলের অন্যান্যরা নির্দেশনা মানেনি। পতাকার স্তম্ভ খালি থাকা প্রসঙ্গে তিনি জানান, এটা তাদের মনে ছিলো না। এই প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষার্থীরা মাস্ক পরে থাকলেও দেখা যায়, মাস্ক নাকের নীচে নামিয়েই পাঠদান করছিলেন এক শিক্ষক। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা বলেন, আমরা অবশ্যই এবিষয়ে ব্যবস্থা নিব তবে আমি যতটুকু জানি তিনি করোনা আক্রান্ত ছিলেন, তবে তার পরিবর্তে কে দায়িত্ব পালন করেছেন সেটিও দেখা হবে। উপজেলার অধিকাংশ প্রতিষ্ঠানে নিয়ম মেনে কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘ বিরতির পর বিদ্যালয় শুরুর দিনে দৌলতপুর উপজেলায় বন্ধ ছিলো বন্যা দুর্গত এলাকায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান।
Leave a Reply