1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 5:05 pm

শ্রেনী সংকটে স্কুল খোলায় শঙ্কায় কুমারখালী জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়

  • প্রকাশিত সময় Friday, September 10, 2021
  • 171 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥  প্রায় দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রণালয়। এলক্ষ্যে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠান গুলোকে চলছে পরিস্কার পরিছন্নের কাজ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাদের মাঝে বিরাজ করছে উৎসব – আমেজ। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোন রকম প্রস্তুতি ও উৎসব নেই উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। কারণ বিদ্যালয়ের একমাত্র আধাঁপাকা ঘরটি ভেঙে চারতলা বিশিষ্ট ভবণ নির্মাণ করা হচ্ছে। কিন্তু ভবণ নির্মাণের নির্দিষ্ট সময় শেষ হলেও নির্মাণ কাজ শেষ হয়নি। ফলে স্কুল খোলার নির্দেশনা থাকলেও শ্রেণিকক্ষ সংকটে এই স্কুলটি খোলার শঙ্কা কাটেনি এখনও। জানা যায়, জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ১৮৯ জন। তাঁদের জন্য ছিল একটি আধাঁপাকা টিনসেট ঘর। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ২০১৯ সালে প্রায় দুই কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবন নির্মােেনর কাজ শুরু হয়। আর নির্মাণ সামগ্রী গুলো রাখা হয় এই খেলার মাঠে। সেসময় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয়ের মাঠের দক্ষিণকোনে জরাজীর্ণ দুই কক্ষ বিশিষ্ট একটি টিনের সাবরা ঘর নির্মাণ করা হয়। আর বিদ্যালয়ের প্রশাসনিক কার্যকালাপের জন্য পাশের জোতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবণের একটি কক্ষ নেওয়া হয়। এভাবেই যেনতেনভাবে চলছিল বিদ্যালয়ের কার্যক্রম। এরপর করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এনিয়ে তেমন সমস্যা হয়নি।  আরো জানা যায়, ১৮ মাস মেয়াদী কাজের মেয়াদ শেষ হলেও ভবন নির্মান শেষ হয়নি। ফলে প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হওয়ায় এখন বাঁশফোঁড়া হয়ে দাঁড়িয়েছে নির্মাণাধীন ভবণটি। এব্যাপারে জোতমোড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, কাজের মেয়াদ শেষ হলেও ভবন নির্মান হয়নি। বারবার ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েও কোন লাভ হয়নি। এখন স্কুল খোলার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু পাঠদানের শ্রেণি কক্ষ নেই। স্কুল খোলা নিয়ে শঙ্কায় আছি।  জোতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরুজ্জামান বলেন, পুরো মাঠ জুড়ে নির্মাণ সামগ্রী ফেলা হয়েছে। যা বাচ্চাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ১২ সেপ্টেম্বর স্কুল খুলছে। ঠিকাদারকে বারবার বলছি পরিস্কার করতে। তিনি কর্ণপাতই করছেন না। জানা গেছে, বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার মেসার্স সর্দার মটরস। এবিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার রোকনুজ্জামান মুঠোফোনে বলেন, ভবণ নির্মাণ কাজ খুব দ্রুত গতিতে চলছে। বর্তমানে রঙের কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই কাজ শেষ করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ বলেন, স্কুল খোলার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এমন তথ্য আমার জানা নেই। তবে ভবন নির্মাণের আলাদা বিভাগ রয়েছে। এ বিষয়ে জানতে জেলা শিক্ষা প্রকৌশলী জাহিদুল ইসলাম কে বারবার কল দেওয়া হলেও তিনি কলটি গ্রহণ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640