খোকসা প্রতিনিধি ॥ খোকসায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পৌনে দুই বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। সোমবার বাবুল আখতারকে সভাপতি ও প্রভাষক তারিকুল ইসলাম তারিককে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এ কমিটির অনুমোদন দেন। ২০১৯ সালের ২৫ নভেম্বর স্থানীয় হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিস ভাঙচুর করা হয়। সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম জেলা আওয়ামী লীগ যে কমিটি দিয়েছেন তা নিয়ে দলকে আরও শক্তিশালী করা সম্ভব বলেও মনে করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার জানান, কমিটিতে কিছু পরীক্ষিত নেতাকর্মীকে বাদ রাখায় সমস্যা হবে। সাবেক ও বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে যেভাবে কমিটি করেছিলেন, সেখানে কয়েকটি পদে রদবদল করে অনুমোদন দেওয়া হয়েছে।
Leave a Reply