1. nannunews7@gmail.com : admin :
November 18, 2025, 12:52 am
শিরোনাম :
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় বিকাশ এজেন্ট’র স্টাফ নিহত কুষ্টিয়া জেলা প্রশাসকের নম্বর হ্যাক করে প্রতারক চক্রের টাকা দাবি ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মেহেদী রুমী ‘মানবতাবিরোধী অপরাধে’ শেখ হাসিনা ও আসাদ্জ্জুামান খাঁন কামালের মৃত্যুদন্ড দৌলতপুরে হত্যা মামলার ৩ সন্ত্রাসী গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ১৫ দিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় দুই নবজাতকের মৃত্যু শেখ হাসিনার ফাঁসির রায়ে মিরপুরে আনন্দ মিছিল চুয়াডাঙ্গায় শহীদ শুভ’র মা চম্পা খাতুনের হৃদয়বিদারক আহ্বান শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলেই শান্তি পাব ইবিতে আল্লামা ইকবালের দর্শন নিয়ে আন্তর্জাতিক সেমিনার ইবিতে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে মেহেদী ও নবান্ন উৎসব

কল্যাণপুর দরবার শরীফে আবারো সন্ত্রাসী হামলা মালামাল ভাংচুর সহ লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত সময় Thursday, September 9, 2021
  • 607 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর দরবার শরীফে গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে আবারো সন্ত্রাসী হামলা, মালামাল ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারের খাদেম আবুল কালাম আজাদ বাদী হয়ে ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত তিনটার সময় অবলা প্রাণীদের আহারের জন্য রাখা ত্রিশ হাজার বিছালীর গাদায় জলন্ত আগুন দেখে অভিযোগের বাদী সহ দরবারে রাত্রি যাপনকারি অন্যান্যদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তারা দেখতে পান দরবার শরীফের পূর্বপাশের টিনের বেড়া কাটা এবং দরবার শরীফের সিসি ক্যামেরাগুলো ভাঙ্গা। এছাড়া একটি অটো গাড়ির সামনের গ্লাস ভাঙ্গা ও গাড়িটি উল্টানো অবস্থায় ফেলে রাখা রয়েছে। তাছাড়া দরবারে পূর্ব হইতে রাখা পাঁচটি খাসি ছাগল, দুইটা মহিষ ও তিনটা গরুর মধ্যে ছাগল পাঁচটি অজ্ঞাতনামা মুখোশধারী হামলাকারীরা নিয়ে গেছে। অভিযোগের বাদী আরও উল্লেখ করেছেন, আগুনের ঝলকানি দেখে দরবারের নৈশপ্রহরী টের পাওয়ার পর দরবারের হামলাকারীদের মুখোশ পরিহিত অবস্থায় দেখতে পান। তিনি অজ্ঞাতনামা হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করলে তাকে দুস্কৃতিকারীরা লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে কালশিরা যখম করে। অভিযোগের বাদী ও দরবারে উপস্থিত ভক্তদের থেকে জানা যায়, ভক্ত রাশেদ নিহত হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রের বেড়াজালে বন্দী করে রেখেছেন সহস্র ধর্মপ্রান জাকের ভাইদের। তাদের হৃদয়ে চলছে রক্তক্ষরণ। তবুও তারা সবকিছু সামলে নিয়ে প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করছেন । কিন্তু প্রশাসন রয়েছে নিরব ভূমিকায় আর এদিকে একের পর এক মুখোশধারীরা রাতের অন্ধকারে দলবদ্ধ আক্রমণ চালিয়ে ভাংচুর ও ব্যাপক লুটপাট করে যাচ্ছে। আমাদের জাকের ভাই রাশেদ মারা গেছেন। সেজন্য মামলা হয়েছে ও লাশের ময়না তদন্ত হয়েছে। এখন মহামান্য আদালত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। দরবারের খাদেম রাশেদের মৃত্যুকে পূঁজি করে একটি কুচক্রী মহল দরবার শরীফের বিরুদ্ধে একের পর এক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিষয়টি সমগ্র জাকের ভাইয়েরা সৌচ্চার হয়ে উঠছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সব কিছু আইনের গতিতে চালিয়ে যেতে চায়। যদি কেউ ষড়যন্ত্র করে দরবার শরীফকে উৎখাত করার চেষ্টা করে তা মেনে নেওয়া হবে না বলেও হুশিয়ারী দিয়েছেন তারা। দরবারে উপস্থিত জাকের ভাইয়েরা আরো বলেন, এই দরবার শরীফের সম্পত্তি বর্তমানে মালিকানা সম্পত্তি নয়। যা কোর্টের মাধ্যমে ওয়াকফ করা হয়েছে। যার নং-২১৯৯১। এই পবিত্র দরবার শরীফ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব বলে তারা জানান। একটি কুচক্রী মহল দরবার শরীফের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এর আগেও একবার রাতের অন্ধকারে ভাংচুর লুটপাট ও নির্মানাধীন সৈয়দ তাছের আহমেদ ডায়াবেটিস হসপিটালের কাজের মালামাল একইভাবে নিয়ে মুখোশধারীরা। বিষয়টি নিয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত কোন অভিযোগের কপি তিনি হাতে পাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640