কাগজ প্রতিবেদক ॥ সনাতনী ধর্মাবলম্বী এক গৃহবধু ও তার কন্যা কু প্রস্তাবে রাজী না হওয়ায় ওয়ার্ড কাউন্সিলর ও তার সাঙ্গপাঙ্গ কর্তৃক বেধড়ক মারপিটের শিকার হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। গতকাল সন্ধায় কুষ্টিয়া পৌর বারখাদা ত্রীমোহনী ১৩ নং ওয়ার্ড মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সদ্য পৌর নির্বাচনের পর থেকে ভোট দেয়া না দেয়াকে কেন্দ্র করে পৌর বারখাদা ত্রিমোহনীর ১৩ নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা সোহাগ রাজবংশীর স্ত্রী কনিকা (৩৬) ও মেয়ে সুস্মিতা রাজবংশী (১৮)কে কারণে-আকারণে নানা ভাবে হয়রানী করছিল ওই ওয়ার্ডের মাহবুবুর রহমান পাখি। আহত গৃহবধু কনিকা জানায়, দীর্ঘদিন থেকে তাকে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে আসছিল কাউন্সিলর পাখি। এতে সে রাজি না হওয়ায় তাকে এবং তার কন্যাসহ পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে আক্রমণের সুযোগ খুচ্ছিলেন কাউন্সিলর পাখি। এর জের ধরে গতকাল সন্ধায় সময় পাখির অফিস সহকারী সুজিতের ছেলে বিক্রম ও মা মাথুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর মৃত বাবলু মেম্বারের ছেলে আরজু ঝগড়ার বিষয়টি নিষ্পত্তি করার জন্য কাউন্সিলর ডেকেছেন বলে বিক্রমের বাসায় কনিকাকে ও তার মেয়ে সুস্মিতাকে নিয়ে যায়। পরে সেখানে উভয় পক্ষের বিরোধকে কেন্দ্র করে নতুন করে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এ সময় কাউন্সিলর পাখি, অফিস সহকারী বিক্রম, মৃত বাবলু মেম্বারের ছেলে আরজু, শাহাবুদ্দীনের ছেলে নাজু তাদেরকে বেধড়ক মারপিট করে চরম ভাবে আহত করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল হোসেন জানান, কাউন্সিলর পাখি নির্বাচিত হবার পর থেকে বিভিন্ন অপকর্ম করছেন ও সাধারণ মানুষকে নির্যাতন ও হয়রানি করে চলেছেন। আজকে সংখ্যালঘু সম্প্রদায় সোহাগ রাজবংশীর স্ত্রী কনিকা ও মেয়ে সুস্মিতাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা অত্যাচারী পাখি কাউন্সিলের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলমক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। এ সব বিষয়ে মুঠোফোনে ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পাখির সাথে কথা হলে তিনি জানান, ওই স্থানে একটি বিরোধ নিষ্পত্তির জন্য তিনি সেখানে যান। পরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি, হাাতি-হাতির ঘটনা ঘটে। তিনি শুধু মিমাংসার জন্য গেছেন। সংখ্যা লঘু সম্প্রদায়ের গৃহবধু কনিকাকে কুপ্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, আপনি সরজমিনে এলাকায় আসেন। আমার চরিত্র, আমার আখলাখ সম্পর্কে খোঁজ খবর নেন। যদি কুপ্রস্তাবের বিষয়টি প্রমাণিত হয় তা হলে আমি প্রকাশ্যে বিষপানে আত্মহত্যা করবো। নির্বাপনের পর থেকে একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
Leave a Reply