1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 9:58 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

দৌলতপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অর্থ পেতে নানা ভোগান্তি : বছর ধরে ভাতা বঞ্চিত তারা

  • প্রকাশিত সময় Tuesday, September 7, 2021
  • 559 বার পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি ॥ আর্থিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসতে অস্বচ্ছল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের দেওয়া হয় মাসিক ভাতা। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভাতার এ অর্থ সুবিধাভোগীদের মাঝে সরবরাহ হয়ে আসছিল। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ পরিশোধে দেখা দিয়েছে নানা জটিলতা। ভাতার এ অর্থ কেউ পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না। না পাওয়ার অভিযোগ অধিকাংশ ভাতাভোগীদের। আবার সমাজ সেবা অফিসে দিনের পর দিন ঘুরেও সুবিধা ভোগীরা পাচ্ছেন না প্রাপ্ত সেবা। দৌলতপুরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা ও জানাগেছে, অস্বচ্ছল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতাপ্রাপ্তিতে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। গ্রামের সহজ, সরল ও নিরক্ষর এসব অসহায় ব্যক্তিদের ৩মাস পর পর ভাতার অর্থ পেয়ে নিজের ও পরিবারের আর্থিক চাহিদা পুরণ হতো। ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেনে কোন সমস্যা না হলেও মোবাইল ব্যাংকিংয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। ফলে ভাতাভোগীরা দীর্ঘ প্রায় একবছর ভাতার অর্থ না পেয়ে কষ্টে দিন যাপন করছেন। উপজেলার মরিচা ইউনিয়নের দফাদারপাড়াসহ আশপাশ এলাকার ভাতা বঞ্চিত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা জানান, একবছর ধরে তারা ভাতার অর্থ পাননি। মোবাইল ব্যাংকিং সেবায় এ জটিলতা দেখা দিয়েছে। সমাজ সেবা অফিসে দিনের পর দিন ঘুরেও এর কোন সমাধান হয়নি। শুধু মরিচা ইউনিয়ন নয় এ চিত্র পুরো দৌলতপুরের। সকলের অভিযোগ একই। টাকা না পেয়ে তারা দিনের পর দিন দৌলতপুর সমাজসেবা অফিসে ঘুরেও কোন সুফল মিলছেনা। ভাতার অর্থ না পেয়ে গ্রামের অসহায় ব্যক্তিরা ধর্না দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। তারাও সমাজসেবা অফিস থেকে সহযোগিতা না পেয়ে অসহায় অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন মরিচা ইউপি সদস্য নয়ন আলী। তবে মোবাইলের ভুল ক্রুটির কারনে এ জটিলতার সৃষ্টি হয়েছে। সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দৌলতপুর সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান। ভাতা বঞ্চিতদের দূর্ভোগ ও অসহায়ত্বের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অফিসের মাধ্যমে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা জনগোষ্ঠীর মাঝে ভাতা প্রদান করা হয়ে থাকে। গত অর্থ বছর হতে এমআইএস’এর মাধ্যমে ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। এতে যে জটিলতা দেখা দিয়েছে তা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই এর সুফল পাবে ভাতা বঞ্চিতরা। এদিকে দৌলতপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্তিতে জটিলতা নিরসনে গত ২৬ আগষ্ট উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানদের উপস্থিতিতে এ আলোচনা হয়। আলোচনায় সমস্যা সমাধানের জন্য দৌলতপুর সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমানকে ১০দিনের সময় দেওয়া হয়। সে সময়ও পার হয়েছে। কিন্তু সৃষ্ট সমস্যার সমাধান হয়নি আজও। তাই গ্রামের অসহায় মানুষগুলোর ভাতাপ্রাপ্তির জটিলতা দ্রুত নিরসন করে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হোক এমনটাই মনে করেন ভুক্তভোগীসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640