আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার বকসিপুর গ্রামের ছাম্মির হোসেন (১২) নামের এক কিশোরকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়া হয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে দুই কিশোরের মধ্যে দ্বন্দ হলেও অপর কিশোরের পিতা ছাম্মিরকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে,আলমডাঙ্গার বকসিপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ছাম্মির হোসেন আলমডাঙ্গার সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রণীতে ছাত্র। সে গত ৩০ আগস্ট দুপুরের দিকে প্রতিবেশি রসিদুল ইসলামের ছেলে সাজনের সাথে খেলা করছিল। খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। পরে মিটমাট হয়ে গেলে দু’জন বাড়ি চলে যায়। পরে সজনের পিতা রসিদুল ইসলাম (৫০) ছাম্মিরকে ধরে পাশের মেহগণি বাগানের কাছে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে একটা হাত ভেঙ্গে দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। দুই কিশোরের মধ্যে ঘটে যাওয়া দ্বন্দ মিটমাট হলেও অপর জনের পিতা রসিদুল ইসলাম (৫০) এক কিশোরকে মারপিট করে ন্যাক্কারজনক ঘটনা ঘটানোয় এলাকার নিন্দার ঝড় উঠেছে। এ এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এলাকাবাসীর দাবী একজন মুক্তিযোদ্ধা পরিবারের কিশোর সন্তানকে এভাবে মারপিট করে প্রকাশ্য ঘুরে বেড়ানো আসামীকে গ্রেফতারের দাবী জানিয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান,বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply