কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপির একান্ত বিশেষ সহকারী ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুর মাতা জাহানারা বেগম (৮৫) গতকাল দুপুরে কুষ্ট্য়িা ২শ ৫০ শর্য্যার হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন) মৃত্ব্যকালে তিনি ৫ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্ব্যতে বিভিন্ন মহল পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।
জানা যায়, মরহুমা জাহানারা বেগম বেশ কিছুদিন থেকে বাধ্যর্কজনিত শারিরিক কিছু জটিলতা নিয়ে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার থেকে তাঁকে নিবিড় পরিচর্যায় নেন কুষ্টিয়া ২শ ৫০ শয্যার হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আব্দুল মোমেনসহ চিকিৎসকগণ। অবশেষে গতকাল দুপুর ২টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে মরহুমাকে কুষ্টিয়া থেকে বিশেষ অ্যাম্বুলেন্স যোগে ভেড়ামারা নিজ বাড়ীতে নেয়া হয়। সেখানে পুত্র, কন্যা, নাতি,নাতনিসহ পাড়া প্রতিবেশীসহ শত শত নারী পুরুষ মরহুমাকে এক নজর দেখতে ভিড় জমায়। এর পর বাদ এশা
এদিকে বাদ এশা জানাযা নামাজ কাঠেরপুল ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, মাহবুবউল আলম হানিফ এমপির পিএস তারিকউল ইসলাম টুটুল, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সাবেক সাংসদ রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান ও শেখ হাসান মেহেদী। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল হক ছানা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌর মেয়র টুটুল, জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ আওয়ামী অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানাযা শেষে হিড়িমদিয়া কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। স্বজনেরা মরহুমার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply