কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও বর্তমান ছাত্র রাজনীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে শহরের মোল্লাতেঘরিয়া মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের আহবায়ক হাসিব কুরাইসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সম্পাদক আতাউর রহমান আতা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদী। ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ব্রিটিশ এর আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারন সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জ, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: শাহাবুদ্দিন শেখ লোটন, সাধারন সম্পাদক ও কাউন্সিলর মো: নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply