কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় কাজের বুয়া নাছিমাকে টাকা চুরির অপরাধে বেধড়ক মারপিট করেছে বাড়ীর মালিকরা। ওই নরপশুদের আঘাতে কাজের বুয়া নাছিমা গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা নাছিমার অবস্থা গুরুত্বর দেখে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলেন। কিন্তু অসহায় গরীব নাছিমা অর্থের অভাবে বর্তমানে তার নিজ বাড়ীতেই চিকিৎসাহীন ভাবে যন্ত্রণায় ভুগছে। এ ঘটনায় নাছিমা ৩ জনকে আসামী করে ভেড়ামারা থানায় একটি এজাহার দায়ের করেছে। এজাহার সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামের কেরামত আলীর স্ত্রী নাছিমা খাতুন কাজের বুয়া হিসেবে বিভিন্ন বাড়ীতে কাজ করে। গত ১ সেপ্টেম্বর সে ভেড়ামারা জি কে কলোনীর রেষ্ট হাউজের পার্শ্বে গামার বাড়ীতে কর্মরত ছিল। এদিন বেলা ১২টার দিকে ডাঃ মোঃ আব্দুস সামাদ এর সামনে এজাহারের ১নং বিবাদী ফারাকপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মকবুল এর ছেলে মফিজুল (৫৫) তার বাড়ীতে ডেকে নিয়ে যায়। কারণ নাছিমা মফিজুলের বাড়ীতেও পারটাইম হিসেবে কাজ করে। মফিজুলের বাড়ীতে যাওয়ার পর সে নাছিমাকে বলে তুই যে আমার বাড়ী থেকে ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছিস তা ফেরত দে। একথা বলার সাথে সাথে মফিজুল কাজের বুয়া নাছিমাকে বেধড়ক মারধর শুরু করে। এসময় অসহায় নাছিমা তাকে বারবার আকুতি করে বলে যে সে টাকা চুরি করেনি। এরপর ২নং বিবাদী মফিজুলের স্ত্রী পারুল (৪৫) এসে নাছিমার পিঠে স্বজরে লাথি মারে এবং বলে যেখানে টাকা রেখেছিস সেখান থেকে এনে দে। এসময় তাদের মারধর সহ্য করতে না পেরে মফিজুলদের বাড়ীতে থাকা পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে নাছিমা বলে যে সে টাকা চুরি করেনি। কিন্তু ৩নং বিবাদী ফজলু (৫৫)’র হাতে থাকা বাশের লাঠি দিয়ে নাছিমার ডান হাত, বাম হাত ও পিঠে মারতে থাকে। এসময় নাছিমা উচ্চস্বরে চিৎকার করতে বিবাদীগণ বলেন এখন পর্যন্ত তোকে তো মারছি, চিৎকার করলে একবারে মেরে ফেলব। এরপর নাছিমা তাদের হাত থেকে বাঁচার আকুতি নিয়ে বলে, দেখেন আপনারা আপনাদের টাকা ভালো করে খোঁজেন। আমাকে আর মারবেন না। এসময় ২নং বিবাদী পারুল তার আলমারীতে টাকা খুঁজে পেয়ে যায়। তারপর বিবাদীগণ কাজের বুয়া নাছিমার হাত ধরে বলে একথা কাউকে বলবি না। যদি বলিস তাহলে তোর অনেক ক্ষতি হয়ে যাবে। এরপর নাছিমা তার নিজ বাড়ীতে ফিরে যাওয়ার পথে মাথা ঘুরে পড়ে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে একদিন চিকিৎসা নেওয়ার পর সেখানকার দায়িত্বরত ডাক্তার নাছিমাকে উন্নত চিকিৎসার প্রয়োজনে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু গরীব অসহায় নাছিমা অর্থের অভাবে কোথাও যেতে পারেনি। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ীতে যন্ত্রণায় কাতরাচ্ছে।
Leave a Reply