ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা বিলশুকা এলাকায় পানি নিষ্কাশন কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে অন্তত ৬ জন। সংঘবদ্ধ সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ী কোপে ৬ জন মারাত্মক রক্তাক্ত জখম হয়েছে। এসময় লিপন নামের এক যুবকের হাতের আঙুল দ্বিখণ্ডিত সহ মাথায় মারাত্মক জখমের শিকার হয়। এছাড়াও প্রতিপক্ষরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাত্ত জখম করেছে আরও ৫ জনকে । এদের মধ্যে রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম ও ময়না নামের ৩ জন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবং আশংকাজনক অবস্থায় লিপন, মখলেছুর ও আফতা নামের ৩ জন কে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগে জানাযায়, আজ শুক্রবার সকাল ৭ ঘটিকায় বিলশুকা ভবানীপুরের দানেজ আলীর নেতৃত্বে রাব্বি, উজ্জল, কামরুল সহ অঙ্গাতনামা ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্বপরিকল্পিত ভাবে এই হামলা চালায়। এ ব্যাপারে সাইফুল ইসলাম বাদি হয়ে ভেড়ামারা থানায় একটি এজাহার দাখিল করেছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানিয়েছেন, ঘটনার পরে সেখানে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আনা হয়েছে। তবে অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না, তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply