কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রয়াত সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লু তার জীবদ্দশায় সুস্থ ধারার সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
প্রয়াত সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআনখানী, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পারিবারিকভাবেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরতি কামনা করে দোয়া ক প্রার্থনা করা হয়েছে।
Leave a Reply