কুষ্টিয়ার মেয়ে বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে। পরে সম্ভাব্য সব জায়গাতে তাকে খুজে না পেয়ে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। জানাযায়, কুষ্টিয়া সদর উপজেলার তালবাড়িয়া ঘাট এলাকার রজব আলীর মেয়ে বৈশাখী (১৩) পাবনা জেলার ঈশ্বরদী শেরশাহ রোডের বাসিন্দা আব্দুল কুদ্দুস জাহাঙ্গীর এর স্ত্রী সুলতানা কুদ্দুসের বাসায় ৬ বছর ধরে গৃহপরিচারিকার কাজ করে আসছিল। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বৈশাখী বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয় পরে সে আর ফিরে আসেনি। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি। এছাড়া তাঁর বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় সে বাড়িতে আসেনি। পরে স্থানীয় থানায় সাধারণ ডাইরি করেছেন সুলতানা কুদ্দুস। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন (০১৭৬৩৮৩০৫২০) নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply