শাহীন আলম লিটন , শহর প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শ্রমিক হলেন সদর উপজেলার আবদালপুর গ্রামের হামিদ মণ্ডলের ছেলে আবদুল হান্নান (৩২) ও একই গ্রামের পবন জোয়ার্দারের ছেলে শাকিল আহমেদ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা বকর শাহ বাড়িতে শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে ঢালাই করা ছাদের বাঁশকাঠের সাটারিং খুলতে যান শ্রমিক শাকিল আহমেদ। এরপর কয়েক মিনিট হয়ে গেলেও তাঁর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এ সময় অপর শ্রমিক হান্নান ট্যাংকের ভেতরে নামেন। তাঁরও কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের মানুষকে খবর দেন বকর শাহ। তাঁরা এসে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেন। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ঢাকনা বন্ধ ছিল। দীর্ঘ সময় সেটা বন্ধ থাকায় সেখানে একধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাস আর অক্সিজেন–সংকটের কারণে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে ৭ মে কুষ্টিয়া শহরের জুগিয়া পালপাড়া এলাকায় একইভাবে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবির বলেন, নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করার আগে এর ঢাকনা অনেকক্ষণ খুলে রাখা প্রয়োজন। তাতে ভেতরে থাকা বিষাক্ত গ্যাস বের হয়ে যাবে। একটু সর্তক হলে এ ধরনের মৃত্যু কমানো সম্ভব।
Leave a Reply