কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য আসামি পক্ষের আত্মীয়রা প্রাণনাশের হুমকি দিচ্ছে বাদী ও তার পরিবারকে। বাদী প্রাণভয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার বাদীর ভাসুর কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন। বাদীর ভাসুর বকুল খান জানান, গত ১৫ আগস্ট তার ছোট ভাইয়ের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের আবু বক্কর সর্দারের ছেলে জুয়েল তার ছোট ভাইয়ের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ছোটভাই বাইরে বের হলে জুয়েল দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে না পেরে তার ছোটভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে ২৪ আগস্ট তার ছোট ভাইয়ের স্ত্রী বাদী হয়ে কুমারখালী থানায় ধর্ষণ মামলা করেন। মামলা করার পর থেকে জুয়েলের পরিবার তাদের হুমকিসহ নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি বলেন, সোমবার সকালে তার ছোট ভাইয়ের স্ত্রীকে বাড়ির সামনে থেকে জুয়েলের আত্মীয় মতিন, রিয়াজ সর্দার ও রাজিব সর্দার অকথ্য ভাষায় গালিগালাজ এবং মামলা তুলে না নিলে তাকে ও তার পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। যে কারণে গতকাল থেকে তার ছোট ভাইয়ের স্ত্রী আত্মগোপন করেছেন। বকুল খান আরও জানান, তারা পরিবারের সবাই প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কারণে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, বাদী ও তার পরিবারকে ধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য আসামির পরিবার থেকে হুমকি দেওয়া হচ্ছে মর্মে সাধারণ ডায়েরি করেছেন বাদীর ভাসুর।
Leave a Reply