কাগজ প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণ কর্মসুচীর সমাপনি হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া লক্ষিপুর খাতের আলী ডিগ্রি কলেজের ভবনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসুচী পালিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা মনে করেছিল বঙ্গবন্ধুকে স্বমুলে বিনাশ করবে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর রক্ত, আদর্শ বাংলাদেশ ও বাঙ্গালী জাতির মুক্তির পথ প্রসস্ত করেছে। কোটি কোটি বাঙ্গালী জাতির বুকে বঙ্গবন্ধুর আদর্শ আরও সমুজ্জল হয়েছে, আরও প্রসারিত হয়েছে, আরও শক্তিবান হয়েছে। তিনি বলেন, ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাঙ্গালী জাতিকে সারা বিশে^র কাছে মাথা নিচু করেছে। একটি জাতি তার জাতির জনককে হত্যা করতে পারে এ দৃশ্য দেখে বিশ^বাসী হতবাক হয়েছে। তিনি বলেন, কত বড় বেইমান, বিশ^াসঘাতক হলে একজন মানুষ যাদেকে স্বাধীনতা এনে দিয়েছেন, মুক্তি এনে দিয়েছে। অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক মুক্তি দিয়েছেন। আর আমরা তাঁকে স্বপরিবারে হত্যা করলাম। তিনি বলেন, ওই ঘাতকেরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা এখন পাকির স্বপ্নে বিভোর। তারা মনে করে এ দেশে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনাকে আবারও বিনাশ করে রাষ্ট্রক্ষমতা দখল করবে। কিন্তু তাদের সেই স্বপ্ন আর কোনদিনই পুরণ হবে না। জাতি আজ সচেতন হয়েছে। দেশে আজ ডিজিটাল বাংলাদেশে যুক্ত হয়েছে। দেশের ৮০ ভাগ মানুষ আজ গ্রামে বসে শহুরে সেবা পায়। বিদেশে কথা বলে, টাকা পায়, টাকা পাঠায়, ঘরে বসে জমির কাগজ পায়, খাজনা দেয়। মাত্র কয়েক পয়সায় বিদেশে কথা বলে। ঘরহীন, জমিহীন মানুষ জমি পেয়েছে, ঘর পেয়েছে। এখন আর তিন বেলা খাওয়ার চিন্তা করে না। দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, আজকে জাতির জনকের শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসুচীর এই সমাপনি দিনে আমরা আবারও দৃড় চিত্তে বলতে চাই। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ি। দেশের মানুষের জন্য কাজ করি। তবেই বাংলাদেশ একদিন পৃথিবীর উন্নত দেশে পরিণত হবে। পরিশেষে তিনি ১৫ আগষ্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহপাকের দোয়া কামনা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা সর্দ্দার পাভেল, জহুরুল ইসলাম রাজসহ দলীয় নেতা কর্মিরা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়। এর পর খাদ্য বিতরণ করা হয়। এর পর তিনি আব্দালপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Leave a Reply