কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে দীর্ঘদিন থেকে অক্সিজেন সিলিন্ডার বহন করতে হতো দু-তিনজন মিলে, ঠেলে অথবা কাধে করে। এতে অসুস্থ্য, মুমুর্ষ করোনা আক্রান্ত রোগী ও তার অভিভাবকরা পড়তেন দারুন সমস্যায়। এ সমস্যা পুরণে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা হাসপাতালে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার বহনকারী ট্রলি বিতরণের সিন্ধান্ত নেন।
এ উপলক্ষ্যে গতকাল সকালে তিনি কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১৫টি বড় ট্রলি হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল মোমেনের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলম, ডাঃ সালেক মাসুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন প্রমুখ।
Leave a Reply