কাগজ প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তশ শাহাদৎবার্ষিকীও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পৌর ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসুচী অনুষ্টিত হয়েছে।
গতকাল সন্ধায় চৌড়হাস মোড়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনির সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, বঙ্গবন্ধু আমাদের বাঙ্গালী জাতির চেতনা, বঙ্গবন্ধু আমাদের আদর্শ। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা। তাঁর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, এ দেশে অনেক নেতার জন্ম হয়েছে। কিন্তু কেউ আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তির কথা বলেননি। বঙ্গবন্ধুই প্রথম বাংলাদেশের স্বাধীনতা, বাঙ্গালী জাতির মুক্তির কথা চিন্তা করেছিলেন। জীবন দিয়ে তিনি এ জাতির মুক্তি, স্বাধীনতা দিয়ে গেছেন। পৃথিবীতে একজন নেতাকে পাওয়া যাবে না। যিনি একটি জাতির জন্য স্বপরিবারে মৃত্ব্যবরণ করেছেন। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী গোষ্টি পরাজিত হওয়ার পর নানা ষড়যন্ত্র করছিল। কি ভাবে এ জাতিকে দাবিয়ে রাখা যায়। কি ভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে পৃথিবী থেকে বিদায় করা যায়। সেই পরিকল্পনা অনুযায়ী জিয়া-মোশতাক গংরা পাকিস্তানী এজেন্ট হয়ে ৭৫’র ১৫ আগষ্ট ঢাকার ৩২ নং বাড়ীতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। তিনি বলেন, তারা মনে করেছিল ১৫’ আগষ্টের রক্ত¯œাতের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর রক্ত মুছে যাবে। কিন্তু মহান আল্লাহপাক বঙ্গবন্ধুকে মুছে যেতে দেননি। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসম্পন্ন স্বপ্ন পুরণে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। অশিক্ষা, চিকিৎসা, পুষ্টিহীনতা, কু-শিক্ষা, ক্ষুদা, দারিদ্রতা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পরনির্ভরশীলতা সব ক্ষেত্রে এক যুগান্তরকারী উন্নয়ন ঘটিয়েছেন,ঘটাচ্ছেন। তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বর থেকে মোট্রোরেল, পদ্মা সেতু চালু হলে বাংলাদেশ অন্তত আরও ২০ বছর এগিয়ে যাবে। জননেত্রী এ ভাবেই পিতার স্বপ্ন পুরণে সচেষ্ট আছেন। কিন্তু আজও ষড়যন্ত্র থেমে নেই। এখনও ষড়যন্ত্র চলছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ওই পাকিস্তানী ষড়যন্ত্রকারীদের কাছ থেকে। পরিশেষে তিনি জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে মহান আল্লাহপাকের দরবারে বিশেষ দোয়া কামনা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, জেলা কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন লাবলু, তাঁতী লীগের সভাপতি রুহুল আমীন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা সর্দ্দার পাভেল প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইন্তাজুল হক। আলোচনা সভা শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়। এর পর সকলের মাঝে প্রধান অতিথি খাদ্য বিতরণ করেন।
Leave a Reply