কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় গতকাল সোমবার করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এদিন জেলায় ৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৪৫ জন মানুষ। গতকাল পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৭.৩৭ শতাংশ। তবে জেলায় করোনা রোগী শনাক্ত এর তুলনায় রোগী সুস্থ হওয়ার ক্রমবর্ধমান হার অব্যাহত রয়েছে। গতকাল ৪৫ জন নতুন রোগী শনাক্ত হওয়ার বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১২৫ জন রোগী।
সোমবার কুষ্টিয়া পিসিআর ল্যাব ও র্যাপিড এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৫টি নমুনা পজিটিভ আসে। এনিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ১৭৬৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫৮৩৪ জন। আর এখনও পর্যন্ত জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭২৪ জন মানুষ।
Leave a Reply