বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্র কমিটি রেজিঃ নম্বর বি ২১২৯জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠনের নির্বাচনী সাধারণ সভা সকাল ১১ঘটিকার সময় ঢাকা জিপিও চত্বরে অত্র সংগঠনের অস্থায়ী সভাপতি আবুল হাশেম খান খাদেমের সভাপতিত্বে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচ্য সূচি উপরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী খান। সভায় বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রত্যেকটা জেলায় ইউনিট কমিটি সভাপতি সাধারণ সম্পাদক কাউন্সিলরগণ উপস্থিত হয়ে কেন্দ্রীয় কমিটির নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খানকে দায়িত্ব দেয়া হয়। খুলনা সার্কেল আরো দুই জন সদস্য রহিম উল্লাহ, চট্টগ্রাম সার্কেল মোঃ ফুকন মিয়া। নির্বাচন কমিশন দ্রত সময়ের মধ্যে কেন্দ্রীয় কমিটির নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবেন। ওই সাথে আগামী ৩০ এ অক্টোবরের মধ্যে জেলা শাখার নির্বাচন তফসিল ঘোষণার সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ১১ই নভেম্বর এর মধ্যে পাঁচটি সার্কেলের সার্কেল নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় পাস করা হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আবু তাহের, সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম সিদ্দিকী, সহ-সভাপতি পরিতোষ কুমার বিশ্বাস, সহ-সভাপতি আকতার হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম দোলন, রঞ্জন দে, কামাল হোসেন রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সমীর বিশ্বাস, আব্দুস সালাম, শেখ সিরাজুল ইসলাম ফকির, আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম কামাল হোসেন আব্দুস সালাম শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন, যুব বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন। উপযুক্ত সিদ্ধান্তসুমুহে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নির্বাচনের সাধারণ সভা পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি যুগ্মসাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, আলাউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বিএম জাফর ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্র কমিটির আরো অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকা দক্ষিণ মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি ইউসুফ আলী পর্যবেক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply