1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 6:21 pm

পাবনায় চাঞ্চল্যকর ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার ডাকাত দলের ৭ জন গ্রেফতার

  • প্রকাশিত সময় Sunday, August 29, 2021
  • 146 বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি ॥ পাবনা সদর উপজেলার মালঞ্চির চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত সাতজন কে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি, সরঞ্জাম,আগ্নিয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবী গ্রেফতারকৃতরা সকলেই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জের বেলকুচী উপজেলার চর দুরগাগরাখালি গ্রামের আমিরুল ইসলাম (৩৯), একই গ্রামের ফজল আলী (২২), একই উপজেলার কান্দাপাড়া গ্রামের রাজু আহম্মেদ ওরফে রঞ্জু (৪৩),  শাহজাদপুর উপজেলার রুপপুর গ্রামের ছাদেক আলী (৫২), একই উপজেলার পোতাজিয়া গ্রামের এরশাদ আলী ওরফে রাজা ওরফে গোলজার (৪২), পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামের মাহাতাব মৃধা (২৬) পাবনা সদর উপজেলার পয়দা রহিমপুর গ্রামের দুলাল ফকির (২৬)। গ্রেফতারকৃতদের মধ্যে আমিরুল ইসলামের বিরুদ্ধে ২টি ডাকাতি,২টি চুরিসহ ৫টি, মাহাতাব মৃধার বিরুদ্ধে ২টি ডাকাতি,ছাদেকের বিরুদ্ধে ৪টি ডাকাতি,৩টি চুরিসহ ৭টি, এরশাদের বিরুদ্ধে ৪টি ডাকাতি,২টি অস্ত্রসহ ৮টি, রাজুর বিরুদ্ধে ২টি ডাকাটি,৩টি চুরিসহ ৫টি মামলা রয়েছে।  রোববার দুপুরে পাবনা সদর থানা চত্বরে সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। সংবাদ সন্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২৪ আগস্ট মধ্যরাতে সদর উপজেলার মালঞ্চি বাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে একদল ডাকাত চারটি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালঙ্কার, ফ্রিজ, টেলিভিশন, মোবাইলফোনসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ বিভিন্ন ক্লু ধরে অভিযানে নামে। অভিযানে সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার করে। পরে তাদের তথ্যের উপর ভিত্তি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, একটি অটোরিকশা, একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, কাটার মেশিন, হাসুয়াসহ ডাকাতির কাজে  ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সাথে উদ্ধার করা হয় লুট হওয়া ৫টি এলইডি টেলিভিশন, ৫টি মোবাইলফোন, ৪০টি স্ক্র্যাচ কার্ড,৩টি এমবি কার্ড, ১৩টি ফ্রিজ। সংবাদ সন্মেলনে গণমাধ্যম কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আক্তার, মাসুদ আলম, সদর সার্কেল রোকনুজ্জামান, সদর থানার ওসি আমিনুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নান সহ জেলা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640