ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে অফিস প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ আগস্ট) রবিবার দুপুরে প্রশাসন ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। রেজিস্ট্রার (ভার:) মু: আতাউর রহমানের সঞ্চালনায় সভায় অফিস প্রধানদের মধ্য থেকে বক্তব্য রাখেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হেসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, প্রধান মেডিক্যাল অফিসার (ভার:) ডাঃ এস এম নজরুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভার:) মোঃ ছিদ্দিক উল্যা, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আসম শোয়াইব আহমাদ ও প্রিন্টিং প্রেস অফিসের উপ-রেজিস্ট্রার মনিরুল ইসলাম প্রমুখ। সভায় করোনার প্রকোপ কমে আসলেও সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অফিসসমূহ পূর্বের ন্যায় পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply