কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কেবল জাতীয়ভাবে নয়, বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসবাদী দল। কানাডার ফেডারেল কোর্ট এই দলটিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। দলটির নেতা তারেক রহমান একজন সন্ত্রাসী ও খুনি। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। মাহবুবউল আলম হানিফ গতকাল শনিবার দুপুরে গড়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবনে বসে হয়। তারেক রহমানের নেতৃত্বে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, খালেদা জিয়ার উপদেষ্টা হারিছ চৌধুরীসহ কিছু জঙ্গি নেতা গ্রেনেড হামলার পরিকল্পনা করে। এটা ছিল বিএনপি’র রাষ্ট্রীয় সন্ত্রাস। এই হামলার মাধ্যমে বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই গ্রেনেড হামলার সাথে শুধু তারেক রহমান জড়িত নয়। এর দায় খালেদা জিয়ারও এড়াতে পারেন না। কারণ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া।া সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হানিফ বলেন, কুষ্টিয়ার শেখ রাসেল সেতু রক্ষা বাঁধ যাতে আর না ভাঙ্গে সে জন্য পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে আশা করা যায় এ এলাকায় আর নতুন করে ভাঙ্গন দেখা দেবে না। এ সময় কুষ্টিয়া-১-আসনের সাংসদ আ কা ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি সকালে কুষ্টিয়া ২শ ৫০ শর্যার হাসপাতালে করোনা পরিস্থিতি নিয়ে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এর পর কুষ্টিয়া সরকারী কলেজে মাঠ সংস্কারের কাজ পরিদর্শন করেন। বিকেলে তিনি সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার বড়বাজার এলাকায় গড়াই নদীর তীর সংলগ্ন রবীন্দ্র লালন উদ্যান ইকো পার্ক সংস্কার কাজও পরিদর্শন করেন। এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১-দৌলতপুর আসনের সাংসদ সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গড়াই নদীর তীর ঘেষে কুষ্টিয়ায় সুন্দর মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন এই পার্ক তৈরীর পরিকল্পনা করেন মাহবুবউল আলম হানিফ এমপি। বিকেলে মাহবুবউল আলম হানিফ এমপি তার পিটিআই রোডস্থ্য নিজ বাসভবনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা পরিষদ সদস্য জান্নাতুল মাওয়া রনির উদ্যোগে ১৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব-উন নেসা সবুজ, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শীলা বসু, জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া রনি, মহিলা আওয়ামীলীগ নেত্রী সুলতান করিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply