কাগজ প্রতিবেদক ॥ ভাদ্রের ভারী বর্ষণে কুষ্টিয়া পৌর এলাকার পশ্চিম মজমপুর ১৮ নং ওয়ার্ডের বায়তুল জান্নাত জামে মসজিদ, হাজী গলী, থানাপাড়া ফিলিংষ্টেশনের পেছনের সড়ক, কোর্টপাড়া কলেজ মোড়, প্রধান ডাক ঘর সড়ক, র্যাবগলী ও পৌর এলাকার নতুন, পুরাতন ওয়ার্ডের অন্তত ৩০টি স্থানে ড্রেনেজ, সড়ক ব্যবস্থাপনা না থাকায় সড়কে কোথাও বুক কোথাও হাটু সমান পানিতে তলিয়ে গেছে সড়ক, আবাসিক এলাকা নিচু এলাকা প্লাবিত হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পৌরবাসী সীমাহিন দুর্ভোগে পতিত হয়েছেন। দিনভর আকাশ কালোমেঘে ছেয়ে থাকছে। থেমে থেমে বৃষ্টিতে সদর উপজেলার পাটিকাবাড়ী, ঝাউদিয়া, গোস্বামীদুর্গাপুর ও জিয়ারুখী ইউনিয়নে প্রায় ৫শ হেক্টর জমির আউশ ধান ও নানা রকম সবজি পানিতে ডুবে গেছে। শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। অপরদিকে পদ্মা-গড়াইতে পানি কমতে শুরু করেছে।
গতকাল ভাদ্রের ভারী বর্ষণে সরজমিনে কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর বায়তুল জান্নাত জামে মসজিদ সড়ক, হাজী গলীতে দেখা যায়, কুষ্টিয়া-ভেড়ামারা মেইন সড়ক থেকে এ দুটি সড়কে চোখ যতদুর যায় ততদুর পানি আর পানি, মাঝে মধ্যে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। পানি বের হওয়ার কোন রাস্তা নেই। সড়কের দুপাশে শত বছরের জলাশয়, পুকুর ভরাট করে গড়ে উঠছে বিশাল বিশাল ভবন। পুলিশ লাইনের প্রধান ফাটকের সামনে থেকে বায়তুল জান্নাত জামে মসজিদ সড়কের শেষ পর্যন্ত এবার নতুন করে হাটু সমান পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে বেশির ভাগ আবাসিক বাড়ীর ভেতর পানি জমে অবর্ণণীয় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। শিশু, কিশোর, নারী, বৃদ্ধরা ঘর থেকে বের হতে পারছেন না। ভাঙ্গা আর বড় বড় গর্ত তার উপর বর্ষার পানি জমে থাকায় গত তিন মাস যাবত এ সড়কে কোন রিক্সা, ইজিবাইক যেতে চায় না। সড়কের কয়েকজন বাসিন্দা জানালেন, এ সড়কের বেশির ভাগ বাড়ী থেকে ভাড়াটিয়ারা চলে গেছেন বর্ষা আসার আগেই। এক মাত্র স্থায়ী বাসিন্দা, আর বাড়ীওয়ালারা এখানে বসবাস করেন। ২০১৫ সালে এ এলাকাসহ জগতি, বারখাদা নিয়ে পৌরসভা ৯টি সম্প্রসারিত ওয়ার্ড গঠন করে। ২০১৫ সালে নির্বাচনে নতুন এ সব এলাকা পৌরসভার অর্ন্তুভুক্ত হওয়ার পর বিধি অনুযায়ী বাসিন্দারা হোল্ডিং ট্যাক্স, পানির ট্যাক্স, নতুন মটর, সাবমার্সিবল পাম্প স্থাপনের সময় পৌর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা এককালীন এবং বার্ষিক ২ হাজার টাকা নির্ধারণ করে হাতে কাগজ ধরিয়ে দিয়ে থাকেন বলে তারা জানিয়েছেন। বর্ষার পানি জমে এক ডোবার সৃষ্টি হয়েছে পশ্চিম মজমপুর জোড়া ট্রান্সমিটার থেকে রেললাইনের দিকে আসতে সড়কে। এ সড়কে দু পাশে বাড়িতে নাকি বছর জুড়ে পানি জমে থাকে। কাচা-পাকা বাড়ীতে পানির সবুজ শ্যাওলা জন্মেছে। এ সব সড়কে নিরুপায়, অসহায় বাসিন্দাদের এ সব বিষয়ে কথা বলতে গেলে তাদের এক প্রকার হতাশাগ্রস্থ্য দেখা যায়। সড়কের শাহাজান মিয়া জানালেন, চাকরী জীবনে পেনশনের টাকা জমিয়ে এখানে জমি কিনে বোধ হয় অন্যায় করেছিলাম। গত ১৮ বছর আমি এখানে বসবাস করি। বৃষ্টির আসার আগেই প্লাষ্টিকের স্যান্ডেল, জুতা, পলিথিন জোগাড় করে রাখি। বর্ষা আসলেই বাড়ীর সামনে গেটের কাছে পলিথিন পেড়ে দেই। কেননা গাড়ী গেলে পানির ¯্রােত এসে সিড়ি ঘরের সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, আর প্লাষ্টিকের জুতা পায়ে দিয়ে ঘর থেকে বের হই যাতে পানিতে ভিজে কাদায় ডুবে নষ্ট না হয়ে যায়। পানি-কাদা মাড়িয়ে যখন মেইন সড়কে উঠি তখন পা একটু ধুয়ে নিয়ে কাপড় নামিয়ে নেই। এভাবে চলছে আমাদের জীবন। বলা যায় কপাল নিয়ে এখানে জমি কিনে বাড়ী করেছিলাম। এ চিত্র পৌরসভার ১৮ নং ওয়ার্ডের পুরো এলাকা জুড়ে। সাথে ১৪ নং ওয়ার্ড জুগিয়া, বারখাদা, ১৫ নং ওয়ার্ড সবজি ফার্ম এলাকা, ১৬ নং ওয়ার্ড বাড়াদী এলাকা, মঙ্গলবাড়িয়া বাধ পাড়া, ১৯ নং ওয়ার্ড ঢাকা ঝালুপাড়ার। এ সব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আমরা পৌরসভার ভোট হয়েছি গেল ৬ বছর যাবত অর্থাত অর্ধযুগ। অথচ আমাদের এলাকায় পৌরসভা পানির লাইন, হোল্ডিং নম্বর প্রদান, নতুন বাড়ী করলে প্ল্যান বিতরণ, নতুন পানির পাম্প করলে তার কর আদায় ও নির্ধারণ, দু একটি সড়কে সড়ক বাতি স্থাপন অর্থ্যাত পঁচিশভাগ উন্নয়নও হয়নি। নতুনের চাইতে পুরাতন এলাকার চিত্র খুব একটা ভালো নয়। সরজমিনে কোর্টপাড়া, কুঠিপাড়া, থানাপাড়া, মিলপাড়া, থানা পাড়া অম্বিকাচরণ মুখার্জী সড়ক, প্রধান ডাকঘর সড়ক, হাসপাতাল মোড়, হাসপাতালের ভেতরে হাটু সমান পানি জমে জনসাধারণের চলাচলে দারুন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। কোর্টপাড়ার বেশ কয়েকজন বাসিন্দা জানান, বিগত কয়েক বছর যাবত কুষ্টিয়া পৌরসভা কোর্টপাড়াসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা নিরসনে তেমন কোন কাজই করেনি। ফলে একটু বৃষ্টি হলেই ঘরের মধ্যে হাটু সমান পানি জমে যায়। এ সব কারণে ডেঙ্গু মশা, শিয়াল, বেওয়ারিশ কুকুরের উপদ্রুপ বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। বাতাস উঠলে ধুলা-বালিতে কুষ্টিয়া পৌরবাসীর দুর্ভোগ নতুন কিছু নয়। ময়লা-আবর্জনা ফেলার উপযুক্ত ব্যবস্থাপনা না থাকায় বেশির ভাগ জায়গায় দেখা গেল বৃষ্টির পানির উপর ময়লা আবর্জনা ভাসছে। এ অবস্থায় কুষ্টিয়া পৌরবাসীর এক নিদারুণ কষ্টের মধ্যে দিন অতিবাহিত হচ্ছে বলে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গতকাল বৃস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে পানি বুধবারের ১৩ দশমিক ৯৫ সেঃ মিঃ থেকে কমে ১৩ দশমিক ৮৪ সেঃ মিঃ এবং গড়াই নদীতে ১২ দশমিক ২৬ সেঃ মিঃ থেকে কমে ১২ দশমিক ১৩ সেঃ মিঃ নেমে এসেছে। গত তিনদিন ভারী বর্ষণ এবং দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। সুর্য্যরে দেখা পাওয়া যাচ্ছে না। কুষ্টিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা মামুন উর রহমান জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেলায় বিকেল ৩ টা পর্যন্ত ২৭ মিঃ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান আগামী তিনদিন এমন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সাথে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। বাতার্সের আদ্রতা ৯২ সেঃ মিঃ এবং এতে জলীয় বাষ্পের পারিমান বেশি থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply