শহর প্রতিনিধি ॥ সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃক অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন আটক করা হয়েছে।
জানা যায়, কুষ্টিয়ার শহরের বাইপাস মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় গতকাল সন্ধায় উপ-পরির্দশক শেখ আবুল কাশেমের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযানে বের হয়। উক্ত অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ছলিম মন্ডল (৫৮) পিতা-মোঃ কলিম উদ্দিন মন্ডল, সাং- একতারপুর, বারইপাড়া ইউনিয়ন, থানা- মিরপুর, জেলাকে আটক করে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।
পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মাদক ব্যবসায়ী অভিযুক্ত ছলিমের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়।
Leave a Reply