কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। সেই কুষ্টিয়ার গড়াই নদীর তীর বড়বাজার সংলগ্ন পরিবেশ বান্ধব ইকো পার্ক জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যানে চলছে উন্নয়ন মূলক কাজ। বুধবার দৃষ্টিনন্দন রবীন্দ্র লালন উদ্যানে উন্নয়নের কাজ পরিদর্শন করলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। এ সময় হাজী রবিউল ইসলাম বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি’র নির্দেশে কুষ্টিয়ার গড়াই নদীর তীর ঘেষে এই পার্কটি গড়ে তোলা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মুন্সী মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল আজম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেজবাহুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজ্জামান।
রবীন্দ্র লালন উদ্যানের চত্ত্বরে লাগানো হয়েছে বাহারি রকমের ফুলের গাছ, বিভিন্ন প্রজাতির ফলের গাছ। দৃষ্টিনন্দন চোখ ধাঁধানো রূপের পসরা মেলে ধরেছে এ পার্কটি। কুষ্টিয়া শহরের পাশে এ পার্কটিতে থাকবে শিশু কিশোরসহ সকল বয়সীদের জন্য জন্য নানা আয়োজন।
Leave a Reply