
কাগজ প্রতিবেদক ॥ তখন দুপুর সাড়ে ১২টা। দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের চরচিলমারি বাজার। করগেট টিন দিয়ে নির্মিত প্রায় শতাধিক দোকানের বাজার। বুক সমান পানি পুরো বাজার জুড়ে। গায়ের কাপড় ভেজা মাথায় একটা টোপলা। বাজারের পাশেই বাড়ীর বাসিন্দা মেহেরজান। বয়স প্রায় ৭০। বছর খানিক আগে স্বামী বিয়োগ হয়েছে। নিজের জমি নেই, থাকবার জায়গা নেই। পরের জায়গায় ঘর করে বাস করে। একটা মেয়ে আছে। ঘরে পানি, বাইরে পানি। চৌকির উপর পানি। টিন, কাগজ পেতে ঘুমায়। ৩ আগষ্ট রাতে তখন মেয়ে নিয়ে ঘুমিয়ে ছিল। হটাৎ পানি এসে ঘর ভরে যায়। ভাসিয়ে নিয়ে গেছে বেশ কিছু থালাবাসন ও ঘরের আসবাব পত্র। এখন দিনে একবার কোন মতে খাবার জোটে। তাও পরের কাছে হাত পেতে। কথা হয় তার সাথে। মাথায় টোপলা নিয়ে ক্ষোভের সাথে বলে উঠলো মেহেরজান, আর কি কবো, চুলার উপর পানি উইঠ্যা দোর পারতাছে, একটা বিটি কেউ কিছু দেয় না, আইজ তিনদিন মুখে কিছু জোটে না। মাথার দিকে ইশারা করে জানায়, এই যে চাল নিছি এহন যায়া রান্না করুম,। মেহেরজানের মত চিলমারি ইউনিয়নের চরচিলমারি, বাংলাবাজারসহ ২০ গ্রামের মানুষের অবস্থা। আবেদের ঘাট থেকে ট্রলার থেকে দু পাশে যতদুর চোখ যায় শুধু পানি পানি আর পানি। পানিতে তলিয়ে গেছে শত শত ঘর বাড়ি। আউশ, আমন ধান, কলা, পাট, ভুট্রাসহ নানা ফসলের আগা উকি দিয়ে আছে। বাশেঁর ঝাড়, কলাবাগানে পচন ধরেছে। বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে। বেশির ভাগ গ্রামেই বিদ্যুত নেই। আবেদের ঘাট থেকে ভাগজোত পর্যন্ত মাটির রাস্তাটি অর্ধেকের বেশি ডুবে গেছে। চিলমারি বাজারে যেতে বসবাসের জন্য করগেট টিন দিয়ে নির্মিত বেশির ভাগ বাড়ী বুক সমান পানির নিচে। মাঝে মধ্যে দুএকটি বাড়ীতে মানুষ আছে যাদের যাওয়ার কোন জায়গা নেই। উচু এবং শহরে এলাকায় যাদের আত্মীয় আছে সেখানে আশ্রয় নিয়েছে বাকিরা। পানির মধ্যে কোথাও কোথাও টিউবওয়েল নজরে পড়লো। শুধু মাথাটা দেখা যাচ্ছে। একখানা ১০ ফিটের করগেট টিন আর দুপাশে দুটি কাঠের বাটাম দিয়ে বন্যার্তরা তৈরি করেছে ডিঙ্গি নৌকা। পদ্মা থেকে ছেয়ে আসা পানিতে ওই ডিঙ্গিতেই ধরছে মাছ। আত্মীয় স্বজনের বাড়ী, বাজার, ঘাটে যাতায়াতের জন্য ব্যবহারও করছে সেটা। ছোট্র একটি লাঠির মত হাল দিয়ে বেশির ভাগ যুবক, শিশু, কিশোর এমনকি মহিলারাও যাতায়াত করছে ডিঙ্গিতে। কথা হয় এলাকার পশু চিকিৎসক ডাঃ ফজলুল হকের সাথে। তিনি জানান, পশুর সাথে তিনি মানুষের চিকিৎসাও করছেন। জ¦র-সর্দি, কাশিসহ পানিবাহি নানা রোগাক্রান্ত মানুষের চিকিৎসা দিচ্ছেন তিনি। এলাকার বর্ণাণা দিতে যেয়ে তিনি বলেন, আজ ২৫ দিন চিলমারি,রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪০ গ্রাম পানিতে আবদ্ধ। এখানকার ১৫টি গ্রামে তার চলাচল। এলাকায় একটি বাড়ীও খুঁজে পাওয়া যাবে না যেখানে পানি উঠেনি। শোবার ঘরে পানি, গোয়ালে পানি, রান্না ঘরে পানি। ফসল পানির নিচে, মাছের পুকুর ভেসে গেছে। যোগাযোগের কোন মাধ্যম নেই। গ্রামের মধ্যে অবস্থা আরও করুণ। এটা তো বাজার এখানে ঘাট থেকে এক ঘন্টা, দুই ঘন্টা পর পর ট্রলার আসছে। কিন্তু প্রত্যন্ত গ্রামের মধ্যে মানুষ এক করুণ পরিস্থিতিতে আছে। তাদের নৌকা নেই, ডিঙ্গিও নেই। ঘরে যা ছিল তা ভেসে গেছে। কি করবে ঘরের চৌকি কোন মতে গাছের সাথে বেঁধে তার উপর পলিথিন, টিন দিয়ে ঘর বানিয়ে মানুষ বসবাস করছে। শুয়ে-বসে কতক্ষণ থাকা যায়। খাবার নেই। অসুস্থ্য হলে খবর দেয়। আমি যাই ওষুধ দিয়ে ২শ টাকা বিল হলে তার অবস্থা দেখে আমাকে কিছু দিয়ে আসতে হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের প্রসঙ্গে তিনি বলেন, এরা জণগণের প্রতিনিধি না এরা ক্ষমতার প্রতিনিধি। আর জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়নি। হয়েছে ক্ষমতার জোরে। তাই তাদের কোন দায়িত্ব নেই। আমার চোখে এ পর্যন্ত কাউকে নজরে পড়েনি। কেউ এসে এ সকল মানুষের খোঁজও নেয়নি। তিনি জানান, কয়েকদিন আগে এমপি সাহেব বাজারের উপর এসেছিলেন। এখানে বসে বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন। ডিসি সাহেবও এসেছিলেন কিছু মানুষকে ত্রাণ সহায়াত দিয়েছেন। কিন্তু এখানে ৬০ হাজার মানুষ পানির নিচে, সাথে গবাদি পশু, ফসলতো আছে। এটা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। প্রতিনিয়ত এখানে ত্রাণ সহায়তা প্রয়োজন। সেখান থেকে বেরিয়ে চরচিলমারি বিওপি ক্যাম্পের কাছে কথা হয় কয়েকজন গ্রামবাসীর সাথে। তারা জানায়, এমন বন্যা তারা ৯৮ সালে দেখেছে। এখানে বসতি প্রায় ১শ বছরের। তবে আগে এমন বন্যা হতো। চিলমারি, রামকৃষ্ণপুর, মরিচা, ফিলিপনগর পদ্মা নদী বিধৌত ইউনিয়ন। এখানে ফসল ফলাতে সার লাগে না। বছরে এখান থেকে কয়েক কোটি টাকার ধান, গম, বাদাম, ভুট্রা, পাটসহ নানা ধরণের সবজি উৎপাদন হয়। কিন্তু বর্ষা আসলেই যত বিপত্তি। এখানকার কয়েকজন জানিয়েছেন, এটা পদ্মা থেকে ছেয়ে আসা পানি। পদ্মা যদি ভরে উপচে যায় তবেই এই এলাকায় বন্যা দেখা দেয়। পদ্মা নদীকে সঠিক ভাবে খনন আর দুটি বেড়ি বাধ নির্মাণ এবং দুটি ইউনিয়নের মধ্যে রাস্তাগুলোকে যদি বেশি উচু করে নির্মাণ করা যায় তা হলেও মানুষ অনেকটা রক্ষা পাবে। কথা হয় চিলমারি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আলীর সাথে। তিনি জানান, এবারের বন্যায় চিলমারি ইউনিয়নে অপুরণীয় ক্ষতি হয়েছে। ৩০ হাজার মানুষ এখনও পানি বন্ধি আছে। এখানে একটি বেড়ি বাধ নির্মাণ আর সঠিক ভাবে নদীটি শাসন করা হলে এই বন্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। ত্রাণ সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসন থেকে এখানে ৫শ জনকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। তবে আরও দেয়া দরকার। দৌলতপুর-১ কুষ্টিয়া আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা জানান, চিলমারিসহ ৪টি ইউনিয়ন পদ্মা নদী বিধৌত। এমনিতেই দৌলতপুর উপজেলা একটা বিশাল উপজেলা। বিগত দিনে এখানে কোন উন্নয়নই হয়নি। আমরা ক্ষমতায় এসে আবেদের ঘাট থেকে ভাগ জোত পর্যন্ত একটি পরীক্ষামুলক মাটির রাস্তা নির্মাণ করেছি। চরএলাকায় বিদ্যুত পৌছায়ছি। তবে বন্যা মোকাবেলার জন্য দুপাশে বেড়ি বাধ নির্মাণ এবং দুটি ইউনিয়ন কে মুল ভখন্ডের সাথে যোগাযোগের জন্য তিনটি রাস্তা নির্মাণ করা হবে। আশা করি তখন এ সমস্যা থাকবে না।
উল্লেখ্য, উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, বন্যাকবলিত ৪ টি ইউনিয়নের প্রায় ৭ হাজার হেক্টর আবাদি জমি সম্পুর্ণ তলিয়ে গেছে। এর কিছু অংশে পাট, আউশ ও আমন ধান এবং সবজি ক্ষেত ছিল তা বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, বর্ন্যাত এলাকার প্রায় ১২ হাজার পরিবারকে ত্রাণ সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে তালিকা প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে ১ হাজার পরিবারকে সহায়তা করা হয়েছে। আরো ১ হাজার পরিবারের জন্য বরাদ্ধ পাওয়া গেছে।তিনি আরো জানান, পরবর্তীতে আরো বরাদ্ধ পাওয়া মাত্রই আমরা তা বিতরণের ব্যবস্থা করবো। এদিকে ভারত থেকে আসা বন্যার পানির সাথে অসংখ্য বিশাক্ত সাপ ভেসে আসায় এখানকার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। একাধিক সুত্রমতে, ভারতীয় অংশে একটি সাপের খামার বন্যা কবলিত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড এর তত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ বলেন, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধির ফলে নদীতীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভাঙনরোধে বিভিন্ন স্থানে বালুর বস্তা ফেলেছে পানি উন্নয়ন বোর্ড।
Leave a Reply