কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, আগস্ট আমাদের জন্য দুঃখের মাস। এ মাসে আমরা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারকে হারিয়েছি। তিনি বলেন, ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা আমি খুব কাছ থেকে দেখেছি। সে দিনের সেই ভয়াবহ হামলার ঘটনা আজও আমি ভুলতে পারিনি। ভিসি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট শান্তি প্রতিষ্ঠার জনসভায় গ্রেনেড হামলা কোন সাধারণ হামলা নয়, এটি একটি পরিকল্পিত এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছিল। মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও প্রাণ দিতে হয়েছে মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৮ জনকে। আর প্রায় ৩ শতাধিক মানুষ গুরুত্বর আহত হয়ে পুঙ্গুত্ববরণ করেছেন। ড. শেখ আবদুস সালাম বলেন, আমি মনেকরি ১৫ আগস্ট এবং ২১ আগস্ট দু’টি ঘটনায় মহান আল্লাহ্ তায়ালা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে বাঁচিয়ে রেখেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা আজ ছুঁই ছুঁই করছে। তাই জননেত্রী শেখ হাসিনা ও তাঁর শাসনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এজন্য আমাদের স্ব স্ব জায়গা থেকে কাজ করে যেতে হবে।
আজ ২১ আগস্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর ভায়াবহ গ্রেনেড হামলা দিবস ২০২১ উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এসব কথা বলেন।
সকাল সাড়ে ১০ টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারঃ) মু: আতাউর রহমান। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল উন্মুক্ত করে দেয়া হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম ও ছাত্র সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply