কাগজ প্রতিবেদক ॥ গতকাল বুধবার সকালে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে করোনাকালীন দুঃসময়ে কুষ্টিয়া এন.এস রোডসহ কবি আজিজুর রহমান সড়কের বিভিন্ন দোকানে চাকুরীরত কর্মহীন দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর.এম. সেলিম শাহনেয়াজ, ডিডিএলজি মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ^াস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাত, এনডিসি হাফিজুর রহমান, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোকাররম হোসেন মোয়াজ্জেমসহ কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা। জেলা প্রশাসক করোনাকালীন দুঃসময়ে কুষ্টিয়ার কর্মহীন ৩০০ জন দোকান কর্মচারীর মাঝে এই খাদ্য সামগ্রী প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, চাহিদা অনেক কিন্তু সীমিত সম্পদ। পর্যায়ক্রমে কুষ্টিয়ার সকল শ্রেনী পেশার কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দেয়া হবে। অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মহীন ও ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ করে দিচ্ছেন তিনি। এতে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।
Leave a Reply