কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া হাটশ হরিপুরে কিশোর গ্যাং’র হাতে এক নিরিহ ভ্যান চালক নির্মম প্রহারের শিকার হয়েছে। গত ১৬ আগষ্ট হরিপুর কোরাইশী মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বেপরোয়া জীবন যাপন ও কিশোরগ্যাং লালন পালনকারী হাটশ-হরিপুর ইউনিয়নের আলোচিত মাদক ব্যবসায়ী। হাটশ-হরিপুর ইউনিয়ন বোয়ালদাহ কোরাইশ মসজিদ সংলগ্নে গত ১৬ আগস্ট রাত ৯ টায় মহাসিন ফকিরের তৃতীয় ছেছে ১নং আজিম (২৯) ২নং হরিপুর মাঠ পাড়া এলাকার অটো চালক মোঃ আজিবারের ছেলে আশিক (২৪) ৩নং বোয়ালদাহ সরকারী প্রাথমিক স্কুলের পিছনের বাড়ীর মোঃ আব্দুল রশিদের ছেলে পিয়াস ( ২২) সর্ব সাং- বোয়ালদাহ হাটশ হরিপুর থানা ও জেলা কুষ্টিয়া। একই এলাকার নিরিহ ভ্যান চালক মিজান ( ৫০) কে বিনা কারণে পিটিয়ে পুকুরে ফেলে দেয় কিশোরগ্যাং এর নেতা ও তার সহ যোগী আশিক ও পিয়াস। ভ্যান চালক মিজানের চিৎকার শুনে স্থানী লোক জন বেরিয়ে আসলে তখন মিজানকে চোর বলে পুকুর থেকে তুলে পূনরায় হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। তার পরিবারের লোক জন এসে প্রতিবাদ করায় তাকে ফেলে রেখে চলে যায় কিশোরগ্যাংরা। এ বিষয়ে ভ্যান চালক মিজান কুষ্টিয়া মডেল থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।
Leave a Reply