আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা বড় বোয়ালিয়া গ্রামের বিধবা এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আব্দুস সালাম (১৯) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহার সুত্রে জানা যায়,আলমডাঙ্গার বড়বোয়ালিয়া গ্রামের লিয়াকত আলীর কন্যা মোছা: শ্যামলি খাতুন আদুরি তার স্বামীর মৃত্যুর পর পিত্রা বাড়িতেই অবস্থান করে আসছে। শ্যামলি খাতুনের মামা বাড়ি পার্শ্ববর্তী হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে হওয়ায় ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে আব্দুস সালাম সাাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করে আব্দুস সালাম তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাকে বিয়ের প্রলোভন দেখিয় বিভিন্ন ভাবে ফুঁসলাতে থাকে । এক পর্যায়ে গত ২৫ জুলাই তাকে মোবাইলে ডেকে তার মামার বাড়িতে দেহভোগ করে বলে অভিযোগে উল্লেখ করেছে । এ ঘটনার পর ওই মহিলা বিয়ের কথা বললেই আব্দুস সালাম তাকে এড়িয়ে যেতে থাকে । কোন উপায় না পেয়ে শ্যামলি খাতুন আদুরি আদালতে মামলা দায়ের করে। এই মামলার তদন্তে মোবাইল কললিস্ট যাচাইয়ে প্রাথমিকভাবে ঘটনা সত্যতা প্রমানিত হওয়ায় আসামী আব্দুস সালামকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply