কাগজ প্রতিবেদক ॥ এক শত ৩০ কোটি টাকা ব্যয়ে মাত্র ৪ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ৫০৪ মিটার দৈর্ঘের শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাধে ধ্বসের ঘটনায় চরম ঝুঁকিতে প[েড়ছে সেতুটিসহ নিকটস্থ স্কুল মাদ্রাসা, বসতভিটাসহ স্থানীয় জনপদ। গতকাল রবিবার ভোরে গড়াই নদীর বামতীরে সেতুটির ভাটিতে হঠাৎ করেই এই ধ্বসের ঘটনায় প্রায় ১শ মিটার প্রতিরক্ষা বাধের ক্ষতি হয়েছে। তবে এর সমাধানে কোন দপ্তরের পক্ষ থেকে নেই কোন উদ্যেগ। বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি বলছে নদী শাসনের কাজ তাদের নয় ওটা পানি উন্নয়ন বোর্ডকে উদ্যোগ নেয়ার জন্য ২০১৭ সালে সেতুটি উদ্বোধনের সময়ই পত্র প্রেরণ করে জানিয়ে অনুরোধ করা হয়। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন ছাপ জানিয়ে দেন ওই প্রকল্পটির অথরিটি এলজিইডি, ওটার কোন দায় পানি উন্নয়ন বোর্ড নেবে না। স্থানীয়দের অভিযোগ শুরু থেকেই ত্রুটিপূর্ন ডিজাইন এবং নির্মাণ ত্রুটির কারনে সেতুটির বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হলেও তার সমাধানে প্রয়োজনীয় কোন উদ্যোগই নেয় না সরকারের কোন দপ্তর। অবিলম্বে তদন্ত করে প্রকৃত সমস্যার উদ্ঘাটনসহ এর প্রয়োজনীয় সমাধান করে সেতুটিসহ স্থানীয় জনপদকে ঝুঁকিমুক্ত করার দাবি এলাকাবাসীর। এদিকে গড়াই নদী তিরবর্তি এলাকায় ভাঙ্গনের শিকার দিনমজুর রহমত আলী, বৃদ্ধা রোমেজানসহ অনেকে অভিযোগ করে জানিয়েছে, গত বছরও ব্রীজের পুর্ব পাশ সংস্কার বাবদ মোটা অংকের অর্থ ব্যয় করে এলজিইডি। ভাঙ্গন দেখতে পরিদর্শনে এসে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, কুষ্টিয়া হরিপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন শেখ রাসেল সেতু। হটাৎ সেতুটির পুর্বপাশে ভাঙ্গন দেখা দেয়ায় খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি এলজিইডি, পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। খুব দ্রুত ভাঙ্গনের হাত থেকে মানুষ, গাছ, গবাদি পশুকে যাতে রক্ষা করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা চালাচ্ছি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস জানান, ভাঙ্গনের খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তলব করেছি। বাঁধটি দেখার দায়িত্ব আসলে কার সে বিষয়টি তদন্তুপুর্বক জেনে ব্যবস্থা গ্রহন করা হবে। হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সম্পা মাহমুদ জানান, প্রতি বছর নদীতে পানি বৃদ্ধি হলে ভাঙ্গন দেখা দেয়। ইউনিয়ন পরিষদ থেকে পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিকে অবহিত করা হয়েছে। যে কোন উপায়ে ভাঙ্গন রোধে চেষ্টা করা হবে।
Leave a Reply