কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কালজয়ী মহাপুরুষ। যুগ-যুগান্তরের পরিক্রমায় হাতেগোনা এক-আধজনই শুধু ইতিহাসের মহানায়ক হয়ে উঠতে পারেন। ইতিহাসের তার আপন তাগিদেই মহানায়কের উদ্ভব ঘটায়, আর সেই মহানায়কই হয়ে উঠেন ইতিহাস রচনার প্রধান কারিগর ও স্থপতি। বঙ্গবন্ধু সেই মহানায়ক যিনি একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন এবং জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। আবার সেই স্বপ্ন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাও করেছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে প্রায় ১৪ বছর জেল খেটেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশেই বাঙালিজাতি বাঁশের লাঠি ও বন্দুক নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। হানিফ বলেন, ১৫ আগস্টের এ হত্যাকান্ডের পিছনের মূল লক্ষ্য ছিল একাত্তরের পরাজয়ের প্রতিশোধ এবং বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করে পাকিস্তান প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন জিয়াউর রহমান। তিনি ছিলেন মূল কো-অর্ডিনেটর। পাকিস্তানের চক্রান্তকারী হিসেবে জিয়াউর রহমান ১৫ আগস্টের এ হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি আরও বলেন, কমিশন গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণতদন্ত করতে হবে। শুধু আত্মস্বীকৃত খুনিদের বিচার নয়, এ হত্যার পেছনের মুখোশধারীদেরকেও আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান জাতিকে দু’ভাবে বিভক্ত করে গেছেন। বিভক্ত জাতি থেকে আবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট দুপুর ৩ টায় অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবউল আলম হানিফ এমপি এসব কথা বলেন। ওয়েবিনারে সভাপতির বক্তৃতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পৃথিবীতে কিছু মানুষের আবির্ভাব হয় যাঁদের মৃত্যু হয় না। তাঁরা কাল-কালান্তরে বেঁচে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু ঠিক এমনি একজন মানুষ যিনি সারাজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন কাঙাল রাজা। তাঁর বাল্যজীবন থেকে মৃত্যু পর্যন্ত দেখা যায় তিনি সব সময় গরীব, দুঃখী, চাষা-ভুষো মানুষদের নিয়ে ভাবতেন। তাঁর প্রায় প্রতিটি বক্তৃতায় তিনি কাঙালদের কথা বলতেন। ভিসি বলেন, বঙ্গবন্ধু ছিলেন আমাদের নেতা, তিনি ছিলেন মানব জাতির নেতা। ভিসি অবিলম্বে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরসহ এ হত্যাকান্ডের পিছনে থাকা মুখোশধারীদের মুখোশ উন্মোচনের করে বিচারের আওতায় আনার দাবি জানান। ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমঙ্গীর হোসেন ভূঁইয়া। আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং ইসলামী বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
Leave a Reply